Bike Care Tips in Winter

শীত আসলেই বাইক স্টার্ট করতে অসুবিধা হয়? এই ৫ টিপস মানলেই মুশকিল আসান

শীতকালে নানা কারণে ইঞ্জিন জ্যাম হয়ে যেতে পারে। আবার অন্য কোনও যান্ত্রিক কারণে মোটরসাইকেল স্টার্ট করতে সমস্যা হতে পারে। এই সবের জন্য কার্যকরী পাঁচটি টিপস মেনে চলতে পারেন।

Suvrodeep Chakraborty 8 Dec 2024 1:34 PM IST

শীতের দিনে ফিটফাট হয়ে বেরিয়ে বাইক স্টার্ট করতে গিয়েই বিপদ। স্টার্ট নিচ্ছে না ইঞ্জিন। কোনও যান্ত্রিক কারণে বিকল হয়ে গেছে মোটরসাইকেল। এমতাবস্থায় বড় ফ্যাসাদে পড়তে হয়। মানসিক শান্তি বজায় থাকে না অনেকের। এমন পরিস্থিতির সঙ্গে যে কেউ মুখোমুখি হতে পারেন। যত যাই হোক মোটরসাইকেল এবং স্কুটার দিন শেষে একটি মেশিন। তাই সঠিক যত্ন এবং কয়েকটি ফলো-আপ রাখলে শীতকালেও যত্নে রাখবে দু’চাকা। স্টার্ট নিতে বা ভ্রমণের মাঝে কোনও অসুবিধা হবে না।

এই ৫ টিপস মেনে চলুন

নিয়মিত ইঞ্জিন স্টার্ট করুন

কনকনে হাওয়া থেকে বাঁচতে শীতকালে অনেকেই বাইক চালানো এড়িয়ে যান। যে কারণে ইঞ্জিনের উপর প্রভাব পড়ে। হঠাৎ চালাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। তাই শীতকালে নিয়মিত ইঞ্জিন স্টার্ট করা উচিত।

সময় মতো বদলান ইঞ্জিন অয়েল

একটা নির্দিষ্ট সময় অন্তর ইঞ্জিন অয়েল বদল করা উচিত। কারণ যখন ঘন ইঞ্জিন অয়েল পাতলা হয়ে যায়, তখন বাইকের অন্যান্য যন্ত্রাংশে ম্যালফাংশন হতে পারে। এর ফলে স্টার্ট নাও নিতে পারে বাইক। তাই সময় মতো ইঞ্জিন অয়েল বদলানো উচিত।

কিক-স্টার্ট ইঞ্জিন

বর্তমান মোটরসাইকেলগুলিতে কিক-স্টার্ট ইঞ্জিন থাকে না। তাই স্টার্ট-স্টপ সুইচের উপর ভরসা করতে হয়। তবে আপনার স্কুটার বা মোটরসাইকেলে যদি কিক-স্টার্টের ব্যবস্থা থাকে, তাহলে ইঞ্জিনে সমস্যা হলে এই বৈশিষ্ট্য কার্যকর হতে পারে।

স্পার্ক প্লাগ পরিষ্কার

ইঞ্জিনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্টস স্পার্ক প্লাগ। তা যদি নোংরা থাকে তাহলে স্বাভাবিক ভাবেই ইঞ্জিনে সমস্যা হবে। তাই স্পার্ক প্লাগ পরিষ্কার রাখা ভীষণ জরুরি।

ব্যাটারি চার্জ করে রাখুন

বাইকের ইগনিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যাটারির। ব্যাটারি সম্পূর্ণ চার্জ রয়েছে কিনা এবং কোনও তার ভালো অবস্থায় রয়েছে কিনা তা নিশ্চিত করুন। তা না হলে দ্রুত মেকানিকের সঙ্গে যোগাযোগ করুন।

Show Full Article
Next Story