বাইক ও স্কুটার কিনতে হুড়োহুড়ি, নভেম্বর Hero, Honda, TVS নাকি Royal Enfield এর গাড়ি বেশি বিক্রি হল
নভেম্বরের রিপোর্ট অনুযায়ী, প্রতিবারের মতো এবারও বাজারে সবচেয়ে বেশি বাইক বিক্রি করেছে হিরো মোটোকর্প। রিপোর্ট অনুযায়ী, গত মাসে অর্থাৎ নভেম্বরে সংস্থার মোট 9 লাখ 15 হাজার 468 ইউনিট মোটরসাইকেল বিক্রি হয়েছে। যেখানে গত বছরের একই সময়ে সেলের পরিমাণ ছিল 8 লাখ 4 হাজার 498 ইউনিট।
ভারতে দু'চাকার গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয়। সস্তা থেকে শুরু করে দামি সব ধরনের মোটরসাইকেল কেনার জন্য উপযুক্ত ক্রেতা এদেশে আছে। তবে আপনি জানেন কি কোন কোম্পানির বাইক ভারতে সবচেয়ে বেশি বিক্রি হয়? গত নভেম্বর মাসের দু'চাকার গাড়ি বিক্রির রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে FADA। এই রিপোর্ট থেকে দু'চাকার বাজারে কোন সংস্থায় অবস্থান কোথায় তা জানা যাবে।
নভেম্বরের রিপোর্ট অনুযায়ী, প্রতিবারের মতো এবারও বাজারে সবচেয়ে বেশি বাইক বিক্রি করেছে হিরো মোটোকর্প। রিপোর্ট অনুযায়ী, গত মাসে অর্থাৎ নভেম্বরে সংস্থার মোট 9 লাখ 15 হাজার 468 ইউনিট মোটরসাইকেল বিক্রি হয়েছে। যেখানে গত বছরের একই সময়ে সেলের পরিমাণ ছিল 8 লাখ 4 হাজার 498 ইউনিট। সেক্ষেত্রে গত বছরের তুলনায় চলতি বছরের নভেম্বর মাসে হিরোর বিক্রি বেড়েছে।
হিরোর পর আছে এই ব্র্যন্ডগুলি
হিরোর পর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে হোন্ডা মোটরসাইকেল। 2024 সালের নভেম্বরে মোট 6 লাখ 54 হাজার 564 ইউনিট গাড়ি বিক্রি করেছে জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি। এটি গত বছর বিক্রি হওয়া 5 লক্ষ 15 হাজার 128 ইউনিটের চেয়ে বেশি। হোন্ডার পর টিভিএস টু'হুইলার বিক্রিতে তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি মোট বিক্রি করেছে 4 লাখ 20 হাজার 990 ইউনিট। এটি 2023 সালের নভেম্বর মাসে বিক্রি হওয়া 3 লাখ 66 হাজার 896 ইউনিটের চেয়ে বেশি।
পাঁচ নম্বরে রয়েছে রয়্যাল এনফিল্ড
তালিকার চার নম্বরে রয়েছে বাজাজ অটো। গত মাসে বাজাজ মোট 3 লাখ 4 হাজার 221 ইউনিট দু'চাকার গাড়ি বিক্রি করেছে। গত বছরের একই সময়ে এই ইউনিট ছিল 2 লাখ 75 হাজার 119টি। পঞ্চম স্থানের কথা বললে, রয়্যাল এনফিল্ড এই জায়গায় রয়েছে।
গত মাসে মোট 93 হাজার 530 ইউনিট বিক্রি হয়েছে রয়্যাল এনফিল্ডের বাইক। এটি 2023 সালের নভেম্বরে বিক্রি হওয়া 83 হাজার 947 ইউনিটের চেয়ে বেশি। এই সংস্থাগুলি ছাড়াও তালিকায় রয়েছে সুজুকি, ইয়ামাহা, ওলা এবং অ্যাথারের নামও।
নভেম্বরের রিপোর্ট অনুযায়ী, প্রতিবারের মতো এবারও বাজারে সবচেয়ে বেশি বাইক বিক্রি করেছে হিরো মোটোকর্প। রিপোর্ট অনুযায়ী, গত মাসে অর্থাৎ নভেম্বরে সংস্থার মোট 9 লাখ 15 হাজার 468 ইউনিট মোটরসাইকেল বিক্রি হয়েছে। যেখানে গত বছরের একই সময়ে সেলের পরিমাণ ছিল 8 লাখ 4 হাজার 498 ইউনিট।