Tesla-র আগেই ভারতে আসছে Fisker, ইলেকট্রিক SUV লঞ্চ করবে আগামী বছর, 563 কিমি ছুটবে এক চার্জে
ইলন মাস্কের প্রখ্যাত ইলেকট্রিক কার ব্র্যান্ড টেসলা (Tesla)-র আগেই ভারতে আসছে ফিসকার (Fisker)। আমেরিকার এই ইভি স্টার্টআপ...ইলন মাস্কের প্রখ্যাত ইলেকট্রিক কার ব্র্যান্ড টেসলা (Tesla)-র আগেই ভারতে আসছে ফিসকার (Fisker)। আমেরিকার এই ইভি স্টার্টআপ এখানে তাদের প্রথম মডেল হিসাবে Ocean ইলেকট্রিক এসইউভি আগামী বছর জুলাইয়ে লঞ্চ করবে। এই মুহূর্তে বিভিন্ন অটো পার্টস সরবরাহকারীদের সাথে কথাবার্তা চালাচ্ছে সংস্থাটি। আবার দিল্লিতে তাদের প্রথম শোরুম খোলার জন্য জমির খোঁজ চালাচ্ছে তারা।
বেশি ইমপোর্ট ডিউটির কারণে ভারতে লোকাল ম্যানুফ্যাকচারিংয়েও জোর দেবে ফিসকার। এর ফলে বৈদ্যুতিক গাড়ির দাম হাতের নাগালের মধ্যে রাখা সম্ভব হবে। সংস্থাটির সিইও এবং প্রতিষ্ঠাতা হেনরি ফিসকার সংবাদমাধ্যমকে বলেন, আমরা ভারতে আগে আসার সুবিধা নিতে চাই। আমেরিকা, চীন, বা ইউরোপের মতো এদেশের বিদ্যুৎচালিত গাড়ি বাজার ততটা প্রসার লাভ না করলেও, একদিন ভারতের সব গাড়ি ব্যাটারিতে চলবে৷ তাই আগেভাগেই আমরা ব্যবসা শুরু করতে চাই।"
ফিসকার-এর ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক এসইউভি ওশেন (Ocean) ইতিমধ্যেই আমেরিকায় লঞ্চ হয়েছে। এটি বিভিন্ন ধরনের ব্যাটারি ভ্যারিয়েন্টে উপলব্ধ। যেমন ওশেন এক্সট্রিম ফুল চার্জ করে নিলে ৫৬৩ কিলোমিটার পর্যন্ত সফর করতে পারে অন্যদিকে, ওশেন আলট্রা ৫৪৭ কিলোমিটার চলতে পারে এক চার্জে। যেখানে টেসলা মডেল ওয়াই ৫৩১ কিলোমিটার রেঞ্জ দেয়। আর সবচেয়ে সস্তা ওশেন স্পোর্ট ভার্সনের রেঞ্জ ৪০২ কিলোমিটার। গাড়িটিতে নিকেল নির্ভর আয়রন বেসড ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
সংস্থার তরফে দাবি করা হয়েছে, বাড়ি কারেন্ট না থাকলে সরাসরি গাড়ির ব্যাটারি থেকে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন মালিকেরা। এমনকি অন্য বৈদ্যুতিক গাড়ি চার্জও দেওয়া যাবে। এদিকে পিয়ার নামে পাঁচ আসনের একটি ছোট ইলেকট্রিক ভেহিকল তৈরি করছে ফিসকার। যা ২০২৬-এর পর ভারতে পা রাখতে পারে। ভারতীয় মুদ্রায় গাড়িটির দাম ১৬ লক্ষ টাকার আশেপাশে হলে ক্রেতা খুঁজতে অসুবিধা হবে না বলে মনে করছে তারা।