Mahindra Thar-কে টেক্কা দেবে নতুন Force Gurkha, টিজার প্রকাশ্যে, খুব তাড়াতাড়ি লঞ্চ

লাইফস্টাইল এসইউভি (SUV) গাড়িতে একসময় তিন দরজা দেখতেই অভ্যস্ত ছিল মানুষ। কিন্তু Maruti Suzuki Jimny 5-ডোর আগমনের পর থেকে সেই অভ্যাসে বদল আসতে শুরু করেছে।…

লাইফস্টাইল এসইউভি (SUV) গাড়িতে একসময় তিন দরজা দেখতেই অভ্যস্ত ছিল মানুষ। কিন্তু Maruti Suzuki Jimny 5-ডোর আগমনের পর থেকে সেই অভ্যাসে বদল আসতে শুরু করেছে। এখন মারুতির পিছু ধরেছে Mahindra। অতি জনপ্রিয় Thar-এর ফাইভ ডোর মডেল লঞ্চের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সারছে তারা। এবারে আরও এক সংস্থা এই পথের পথিক হতে চলেছে।

Force Gurkha 5-door এই বছর ভারতে আসছে

ফোর্স মোটরস (Force Motors) তাদের শক্তিশালী অফ-রোডার Gurkha-র পাঁচ দরজা যুক্ত মডেল আনার পরিকল্পনা করছে। সম্প্রতি একটি টিজার প্রকাশ করে জল্পনা উস্কে দিয়েছে সংস্থা। গাড়িটির সঙ্গে Maruti Suzuki Jimny 5-door ও আসন্ন Mahindra Thar 5-door-এর জোরদার লড়াই চলবে। জানিয়ে রাখি, বর্তমানে Force Gurkha তিন দরজা ভার্সনে বিক্রি হয়।

টিজার ছবিতে Force Gurkha 5-door এর ডিজাইন সম্পর্কে সামান্য ধারণা পাওয়া গেছে। অফ-রোডারটিতে থাকছে দীর্ঘ হুইলবেস। আগের মতোই বক্সি ডিজাইন বজায় থাকছে। এতে দেওয়া হবে রোল ডাউন উইন্ডো, যা পেছনের সারিতে বসে থাকা যাত্রীদের গায়ে বাইরের বাতাস পৌঁছাতে সহায়তা করবে। পূর্বের স্পাই শটে নতুন ফ্রন্ট গ্রিল, বাম্পার ও স্কোয়ার হেড ল্যাম্পের দেখা মিলেছে।

কেবিন আগের থেকে বড় ও ফিচারে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। আশা করা হচ্ছে এতে থাকতে পারে সেকেন্ড বেঞ্চ অথবা ক্যাপ্টেন সিট। আবার বুট স্পেস আগের চাইতে বাড়ানো হতে পারে। যারা পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের কথা মাথায় রেখেই এটি আনা হচ্ছে। তবে অফ-রোডিং ক্ষমতার সাথে কোন রকম আপোষ করা হচ্ছে না।

নতুন Force Gurkha 5-door-এ থাকবে আগের মতই একটি 2.6 লিটার ফোর সিলিন্ডার, টার্বো ডিজেল ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ 91 বিএইচপি এবং 250 এনএম টর্ক উৎপন্ন হয়। 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, 4×4 কনফিগারেশন ও রিয়ার হুইল ড্রাইভ অপশন মিলবে। অনুমান করা হচ্ছে 2024-এর মাঝামাঝিতে ভারতের বাজারে লঞ্চ হবে এই গাড়ি।