ফোর্ডের মুখে চিনের গুণগান! শাওমির ইলেকট্রিক গাড়ির প্রেমে পড়েছেন মার্কিন কোম্পানির সিইও
Ford CEO on Xiaomi EV - চিনের বাজারে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এসইউ৭। গাড়ির চর্চা এবার আমেরিকাতেও। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আদায় কাঁচকলায় হলেও, গাড়ি বাজারে ক্ষেত্রে প্রশংসা না করে থাকতে পারলেন ফোর্ডের সিইও।
এ যেন উলটপুরাণ! আমেরিকান সংস্থার সিইও-এর মুখে চিনের সংস্থা শাওমির প্রশংসা। সম্প্রতি তাক লাগানো ইলেকট্রিক গাড়ি এনে বিশ্বকে চমক দিয়েছে শাওমি। এই সংস্থার গাড়ি ব্যবহার করে দারুণ খুশি ফোর্ডের সিইও জিম ফার্লে। বলেই দিলেন, ছাড়তে পারছি না। ফোর্ডের তরফে এমন বক্তব্য অবাক করেছে সবাইকে। চলতি বছর এসইউ৭ (SU7) নামক একটি ইলেকট্রিক গাড়ি তথা সেডান লঞ্চ করে শাওমি। ডিজাইনের নিরিখে নামী দামি স্পোর্টসকারকেও পিছনে ফেলেছে এটি।
চিনের বাজারে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এসইউ৭। গাড়ির চর্চা এবার আমেরিকাতেও। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আদায় কাঁচকলায় হলেও, গাড়ি বাজারে ক্ষেত্রে প্রশংসা না করে থাকতে পারলেন ফোর্ডের সিইও। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ফোর্ডের সিইও জিম ফার্লে জানিয়েছেন, আমি সাধারণত প্রতিযোগিতা নিয়ে কথা বলিনা। কিন্তু, ৬ মাস ধরে গাড়িটি ব্যবহার করছি। ছাড়তে ইচ্ছা করছে না। এই গাড়ির প্রযুক্তি এবং পারফরম্যান্সের ভুয়সী প্রশংসা করেছেন তিনি।
Xiaomi SU7 ইলেকট্রিক গাড়ির কিছু সেরা ফিচার্স
স্পোর্টসকার পোর্শে প্যানামেরার মতো দেখতে শাওমির এই সেডানে রয়েছে ৭৩.৬ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি। ফুল চার্জে ৬৩০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই গাড়ি। ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ১১ মিনিট। গাড়ির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে ১.৯৮ সেকেন্ডে।
অ্যাক্টিভ কুলিং ব্যাটারি টেক রয়েছে গাড়িতে। ১৬.১ ইঞ্চি স্ক্রিন, থ্রিকে আল্ট্রা ক্লিয়ার সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম, ৫৬ ইঞ্চি হেডস-আপ ডিসপ্লে, স্মার্ট অপারেটিং সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি, প্রিমিয়াম স্পিকার-সহ গুচ্ছের ফিচার্স যোগ করেছে শাওমি।
ভারতীয় মুদ্রায় গাড়ির দাম কত?
ভারতে এই গাড়ির প্রদর্শনী হলেও আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়নি। আদৌ এটি ভারতে আসবে কিনা তা এখনও খোলসা করেনি কোম্পানি। এই ৫ সিটার ইলেকট্রিক গাড়ির দাম প্রায় ৩০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৫ লক্ষ টাকা।
Ford CEO on Xiaomi EV - চিনের বাজারে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এসইউ৭। গাড়ির চর্চা এবার আমেরিকাতেও। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আদায় কাঁচকলায় হলেও, গাড়ি বাজারে ক্ষেত্রে প্রশংসা না করে থাকতে পারলেন ফোর্ডের সিইও।