তেল খরচ থেকে চিরতরে মুক্তি, ইলেকট্রিক স্কুটারে 12,000 টাকা ছাড় দিচ্ছে Gemopai
বছরের প্রথমেই আকর্ষণীয় ছাড়ে ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ আনল জেমোপাই (Gemopai)। দুর্দান্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে...বছরের প্রথমেই আকর্ষণীয় ছাড়ে ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ আনল জেমোপাই (Gemopai)। দুর্দান্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে সংস্থাটি। তাদের লাইনআপে তিনটি জনপ্রিয় মডেলে এই অফার চলছে – Ryder, Astrid Lite ও Ryder Supermax। ২২ জানুয়ারি অর্থাৎ গতকাল থেকে এই অফার চালু করেছে কোম্পানি। তাই দেরি না করে সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব দু'চাকা গাড়ি বাড়ি আনার পরামর্শ দিচ্ছে জেমোপাই।
Gemopai-এর ইলেকট্রিক স্কুটারে ক্যাশব্যাক অফার
ক্যাশব্যাক অফার হিসেবে ক্রেতাদের সর্বোচ্চ ১২,০০০ টাকা সাশ্রয় করার সুযোগ দিচ্ছে কোম্পানি। বছরের শুরুতেই এক ধাক্কায় স্কুটারের বিক্রি বাড়িয়ে নিতে এই উদ্যোগ কোম্পানির। Astrid Lite, Ryder Supermax ও Ryder -এর পূর্বে দাম ছিল যথাক্রমে ১,১১,১৯৫ টাকা, ৭৯,৯৯৯ টাকা ও ৭০,৮৫০ টাকা। ডিসকাউন্ট ধরে বর্তমানে এগুলি কিনতে খরচ পড়বে যথাক্রমে ৯৯,১৯৫ টাকা, ৬৯,৯৯৯ টাকা ও ৫৯,৮৫০ টাকা (এক্স-শোরুম)।
নিজেদের মডেলগুলিকে ভারতের অন্যতম সস্তা ইলেকট্রিক স্কুটার হিসেবে দাবি করেছে জেমোপাই। এই প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর অমিত রাজ সিং বলেন, “আমরা এই নজিরবিহীন অফার আনতে পেরে উচ্ছ্বসিত। এটি ইলেকট্রিক মোবিলিটির প্রতি আমাদের প্রতিশ্রুতিবদ্ধতার সাক্ষ্য বহন করে। জেমোপাই-এর লক্ষ্য এমন আকর্ষণীয় অফার নিয়ে আসার মাধ্যমে ভবিষ্যতে পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার।”
জেমোপাই-এর এ উদ্যোগ দীর্ঘস্থায়ী এবং সহজলভ্য বলে দাবি করেছে কোম্পানি। এই নয়া অভিযান হল গ্রাহকের জন্য পরিবেশবান্ধব উপায়ে পথ চলার ব্যবস্থা। এতে যেমন পরিবেশের দূষণ আটকানো যাবে পাশাপাশি ক্রেতারা নিজেদের পকেটের টান কমাতে সক্ষম হবেন বলেই মন্তব্য করেছেন সিং।