আসছে নতুন বছর, স্টক খালি করতে গাড়ির উপর আকর্ষণীয় ছাড় দিচ্ছে Renault

এদেশে অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা রেনো (Renault) বরাবরই গ্রাহকদের স্বার্থের কথাই ভেবে নানা রকম সিদ্ধান্ত...
techgup 7 Dec 2022 9:47 AM IST

এদেশে অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা রেনো (Renault) বরাবরই গ্রাহকদের স্বার্থের কথাই ভেবে নানা রকম সিদ্ধান্ত নিয়ে থাকে। যেমন অক্টোবর মাসে উৎসবের মরশুমে তাদের গাড়ির উপর নানা ধরনের ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার নিয়ে এসেছিল তারা। সামনেই আসছে বড়দিন ও নিউ ইয়ার সেলিব্রেশন। আর তাই আবারও এক গুচ্ছ অফার নিয়ে হাজির তারা। এই ডিসেম্বরে Kwid, Triber এবং Kiger মডেলে ৫০,০০০ টাকা অব্দি ছাড়ের ঘোষণা করেছে সংস্থা। এর মধ্যে রয়েছে ক্যাশব্যাক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট বেনিফিট ও স্ক্রাপেজ পলিসি। তবে মনে রাখবেন, ছাড়ের অঙ্ক শহর ও ডিলারশিপ ভেদে ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুমে অফার উপলব্ধ কিনা, তা জেনে এগোনোর পরামর্শ রইল আমাদের তরফে।

Renault Kwid

মারুতি অল্টোর (Alto) যোগ্য প্রতিদ্বন্দ্বী ও এন্ট্রি লেভেলের হ্যাচব্যাক মডেল হিসাবে বেশ কয়েক বছর আগেই লঞ্চ করেছে রেনো কুইড। অত্যাধুনিক প্রযুক্তি ও শার্প ডিজাইনের কারণেই এর যথেষ্ট সুনাম। ২০১৯ সালে এর আপডেটেরড সংস্করণ বাজারে আসে। বর্তমানে এতে রয়েছে ৮০০ সিসির দুই ধরনের ক্ষমতাযুক্ত ইঞ্জিন। একটি ৫৩ বিএইচপি শক্তির ও অন্যটি ৬৭ বিএইচপির ১.০ লিটারের পেট্রোল ইঞ্জিন। সাথে রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম।

সংস্থার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই গাড়ির উপর মোট ৩৫,০০০ টাকা ছাড় উপলব্ধ। তার মধ্যে রয়েছে ১০,০০০ টাকার নগদে ছাড, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস (RXE ভ্যারিয়েন্ট বাদে), ১০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। এছাড়াও চাষবাস, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত গ্রাহকদের জন্য ৫,০০০ টাকা ডিসকাউন্ট আছে।

Renault Triber

ভারতের জনপ্রিয় ফ্যামিলি কারের মধ্যে অন্যতম রেনো ট্রিবার। এতে রয়েছে ৯৯৯ সিসির তিনটি সিলিন্ডার যুক্ত ইঞ্জিন, যা ৭১ বিএইচপি শক্তি এবং ৯৬ এনএম টর্ক উৎপাদন করতে পারে। এক্ষেত্রেও পাঁচটি ধাপের ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ার বক্স উপলব্ধ রয়েছে। জনপ্রিয় এই মাল্টিপারপাস ভেহিকেলের উপর সর্বোচ্চ ৫০,০০০ টাকার ডিসকাউন্ট বেনিফিট দিচ্ছে রেনো। এরমধ্যে মিলবে ১৫,০০০ টাকা পর্যন্ত নগদে ছাড়। এছাড়াও ১০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস রয়েছে এতে। তাছাড়া রুরাল অফার হিসাবে দেওয়া ৫,০০০ টাকা ডিসকাউন্ট।

Renault Kiger

বর্তমানে এসইউভি গাড়িগুলি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। এমনই একটি এসইউভি মডেল হল রেনো কিগার। একে চলার শক্তি যোগায় ৯৯৯ সিসির পেট্রল ইঞ্জিন। স্ট্যান্ডার্ড সংস্করণের ইঞ্জিনটি ৭১ বিএইচপি শক্তি উৎপাদন করলেও টার্বো-চার্জড ইঞ্জিন যুক্ত সংস্করণটির উৎপাদিত শক্তি ৯৯ বিএইচপি। এই গাড়িটিতে ম্যানুয়াল, AMT ও CVT তিন ধরনের ট্রান্সমিশন সিস্টেমের অপশন রয়েছে।

কিগার মডেলটির উপর সংস্থার তরফে রয়েছে সর্বোচ্চ ৩৫,০০০ টাকার সুযোগ-সুবিধা। এর মধ্যে এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট হিসেবে আপনি পাবেন যথাক্রমে ১৫,০০০ টাকা ও ১০,০০০ টাকার ছাড়। এছাড়াও স্ক্র্যাপেজ পলিসির অধীনে ১০,০০০ টাকা বেনিফিট পেতে পারেন গ্রাহকরা।

Show Full Article
Next Story