Gogoro: দেশে 1.5 বিলিয়ন ডলার লগ্নি করবে তাইওয়ানের সংস্থা, তৈরি হবে বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি

তাইওয়ানের ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা গোগোরো (Gogoro) ভারতে ইভি ব্যাটারি উৎপাদনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দেশে...
SUMAN 3 July 2023 8:21 AM IST

তাইওয়ানের ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা গোগোরো (Gogoro) ভারতে ইভি ব্যাটারি উৎপাদনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দেশে ইলেকট্রিক স্কুটার এবং তার ব্যাটারি তৈরির কারখানা গড়ে তোলা হবে বলে ঘোষণা করেছে সংস্থাটি। মহারাষ্ট্রের পুণে এবং ঔরঙ্গাবাদে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করা হবে। এর জন্য গোগোরো প্রায় ৪০,০০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করবে। এই প্রকল্পে স্বীকৃতি দিয়ে মহারাষ্ট্র সরকার জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে ১.৫ বিলিয়ন ডলার লগ্নি করবে তাইওয়ানের কোম্পানিটি, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২,৩১৪ কোটি টাকা। সরকারপক্ষ এবং কোম্পানির মধ্যে এ বছরের শুরুতেই চুক্তি স্বাক্ষর হয়েছিল।

Gogoro ভারতে ইলেকট্রিক ভেহিকেল ও ব্যাটারি উৎপাদন করবে

চুক্তির অংশ হিসেবে এই বছরের শেষে গোগোরো ব্যাটারি সোয়াপিং পরিকাঠামো গড়ে তোলার কথাও জানিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে মহারাষ্ট্রে তারা ১২,০০০ ব্যাটারি সোয়াপিং স্টেশন বসানোর পরিকল্পনা করেছে। এগুলি এমন জায়গায় বসানো হবে যাতে ব্যবহারকারীরা চটজলদি নিজেদের চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারি বদলে নতুন ব্যাটারি নিয়ে যেতে পারেন।

ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্কের ব্যবসার জন্য গত বছর গোগোরো ভারতে প্রবেশ করেছিল। যার পাইলট প্রোজেক্ট চালাতে Zypp Electric-এর সাথে জোটবদ্ধ হয়েছিল তারা। আবার ভারতে অনলাইন ডেলিভারি ও লজিটিক্সের জন্য ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে গোগোরো। তবে B2C অর্থাৎ সাধারণ ক্রেতাদের জন্য মডেল আসবে কিনা, তা জানা যায়নি।

নতুন প্রকল্পের বিষয়ে গোগোরো-এর প্রতিষ্ঠাতা এবং সিইও হোরেস লুক বলেন, “সবার জন্য উন্মুক্ত ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক সফলভাবে চালু করতে চাই। এক্ষেত্রে তাইওয়ানের বিভিন্ন ভেহিকেল নির্মাতা সহায়তা করছে। আমরা মহারাষ্ট্র সরকারের সাথে আমাদের চুক্তি দীর্ঘায়িত করার চিন্তা ভাবনা করছি। যাতে এই রাজ্যে স্মার্ট ব্যাটারি এবং সোয়াপ স্টেশন চালু করা যায়।”

প্রসঙ্গত, পাবলিক ইভি চার্জিং স্টেশনের নিরিখে মহারাষ্ট্র ভারতের মধ্যে সর্বাগ্রে রয়েছে। বর্তমানে এদেশের ৮,৭৩৫টি চার্জিং স্টেশনের মধ্যে মহারাষ্ট্রেই রয়েছে ২,৩৫৪টি।

Show Full Article
Next Story