ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী সংস্থাকে 124 কোটি টাকা জরিমানা করল কেন্দ্র, কী কারণে?

১ জুন থেকে যে ভারতে ইলেকট্রিক স্কুটার ও বাইকের দাম একলাফে যে অনেকটাই বাড়তে চলেছে, এতদিনে তা সকলেই অবগত হয়েছেন।...
SUMAN 27 May 2023 5:08 PM IST

১ জুন থেকে যে ভারতে ইলেকট্রিক স্কুটার ও বাইকের দাম একলাফে যে অনেকটাই বাড়তে চলেছে, এতদিনে তা সকলেই অবগত হয়েছেন। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সামনের মাস থেকে দু'চাকার বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকের পরিমাণ কমিয়ে উর্দ্ধসীমা ১৫ শতাংশ করা হচ্ছে। আর তাতেই এই মূল্য বৃদ্ধির কোপ। যার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নির্মাতাদের। এমতাবস্থায় গ্রীভস কটন (Greaves Cotton)-এর অধীনস্থ গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি (Greaves Electric Mobility)-কে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে চিঠি পাঠালো কেন্দ্র।

Greaves Electric-কে ১২৪ কোটি টাকা ক্ষতিপূরণ ধরালো কেন্দ্র

ভারী শিল্প মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি ভারতে ইলেকট্রিক স্কুটার বিক্রির ক্ষেত্রে ফেম-টু বিধি মানেনি। তারা পিএমপি গাইডলাইন লঙ্ঘন করেছে। যে কারণে ভর্তুকির অর্থ সহ সুদে আসলে ১২৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে কেন্দ্র। উল্লেখ্য, এদেশে সংস্থাটি অ্যাম্পিয়ার (Ampere) ব্র্যান্ডের আওতায় ইলেকট্রিক স্কুটার বিক্রি করে। বিক্রির নিরিখে ভারতের প্রথম সারির ব্র্যান্ডের মধ্যে তারা অন্যতম। সরকারের থেকে ক্ষতিপূরণের চিঠি পেয়ে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, তারা সরকারে অভিযোগ খতিয়ে দেখে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে।

গ্রীভস ইলেকট্রিক মোবিলিটির (জেম) এক মুখপাত্র বলেছেন, “জেম একটি গর্বিত ভারতীয় কোম্পানি এবং এদেশের ক্রমবর্ধমান ইলেকট্রিক ভেহিকেল ক্ষেত্রের নেতৃত্ব প্রদানকারী সংস্থা। আমরা ভারতে প্রচুর কর্মসংস্থান তৈরি ও স্থানীয় সরবরাহকারীদের সমর্থন করে আসছি৷৷ আমাদের সংস্থা অভিযোগগুলি যাচাই করতে সরকারের সাথে কাজ করছে।”

বর্তমানে অ্যাম্পিয়ার ব্র্যান্ডের আওতায় একাধিক ইলেকট্রিক স্কুটার বিক্রি করা হয়। যার মধ্যে রয়েছে – Primus, Magnus EX, Reo Plus ও আরও অন্যান্য। Ampere Primus হচ্ছে সংস্থার ফ্ল্যাগশিপ মডেল। যেখানে Magnus EX হল তাদের সর্বাধিক জনপ্রিয় স্কুটার। প্রতিটি মডেল কেন্দ্রের ফেম-টু এর আওতাধীন হলেও নিয়ম ভঙ্গের কারণে প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হচ্ছে।

Show Full Article
Next Story