কড়া শাস্তির মুখে পড়তে পারে Ola, Okinawa-রা, স্কুটারে আগুন লাগার ঘটনায় শো কজ করল মোদি সরকার

ভারতে ব্যাটারি চালিত স্কুটারে উপর্যুপরি অগ্নিকাণ্ডের সাক্ষী সকলেই। Ola Electric, Okinawa Autotech, Pure EV, Jitendra...
SUMAN 5 July 2022 4:59 PM IST

ভারতে ব্যাটারি চালিত স্কুটারে উপর্যুপরি অগ্নিকাণ্ডের সাক্ষী সকলেই। Ola Electric, Okinawa Autotech, Pure EV, Jitendra Electric সহ একাধিক সংস্থার স্কুটার অগ্নিকাণ্ডে কবলিত। এদিকে দেশে ই-স্কুটারে আগুন ধরার অঘটন শুরু হওয়ার পরেই উদ্বেগ প্রকাশ করেছিল কেন্দ্র। ব্যাটারি চালিত স্কুটার তৈরিতে কোনরকম গাফিলতি ধরা পড়লে শাস্তির বার্তা দেওয়া হয়। সেই মতো এবারে সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সরকার। ধরে ধরে শো-কজ বা কারণ দর্শানোর নোটিশ পাঠান হল সংশ্লিষ্ট সংস্থাগুলিকে। কেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিশ্বস্ত সূত্রে খবর, উত্তর দেওয়ার জন্য বৈদ্যুতিক গাড়ি নির্মাতারা কেবল জুলাই মাসটুকু সময় পাবে। সেটা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, বা হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা সরকার ঠিক করবে। উল্লেখ্য গত মাসে ইউনিয়ন কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্ত সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) এপ্রিলে ই-স্কুটারে অগ্নিকাণ্ডের জন্য Pure EV ও Boom Motors-কে নোটিশ পাঠিয়েছিল। জানা গেছে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রক নোটিশের উত্তর পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।

সরকার প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের সাথে জড়িত সমস্ত বৈদ্যুতিক স্কুটারে ব্যাটারি সেল এবং ডিজাইনে ত্রুটি পেয়েছে। এমনকি আগে যেই কেন্দ্রীয় সংস্থার কাঁধে তদন্তের দায়ভার ছিল অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও পরীক্ষা চালিয়ে স্কুটারের ব্যাটারিতে গুরুতর সমস্যার হদিশ পেয়েছিল। ঘটনার সাথে জড়িত সংস্থাগুলি যেমন ওকিনাওয়া অটোটেক, পিওর ইভি, ওলা ইলেকট্রিক, জিতেন্দ্র ইলেকট্রিক ভেহিকেলস এবং বুম মোটরস স্কুটার এর দাম কম রাখতে নিম্নমানের উপাদান ব্যবহার করেছিল বলে তদন্তে উঠে আসে।

আগামীতে ই-স্কুটারে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে সেজন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারির নতুন পারফরম্যান্স স্ট্যান্ডার্ড বা কার্যকারিতার বিধি জারি করেছে। এর আগেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari) সংস্থাগুলিকে ত্রুটি ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছিলেন। এবারে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার।

Show Full Article
Next Story