Greta Electric Scooter: হিরো ইলেকট্রিক, ওলার নতুন প্রতিদ্বন্দ্বী বাজারে আসছে, রেঞ্জ হতে পারে ১০০ কিমি
ভারতে ইলেকট্রিক টু-হুইলারের স্টার্টআপ সংস্থাগুলি রাঘব বোয়ালদের ভয় ধরিয়ে দিচ্ছে। অত্যাধুনিক ফিচার ও স্পেসিফিকেশনে...ভারতে ইলেকট্রিক টু-হুইলারের স্টার্টআপ সংস্থাগুলি রাঘব বোয়ালদের ভয় ধরিয়ে দিচ্ছে। অত্যাধুনিক ফিচার ও স্পেসিফিকেশনে জমজমাট বৈদ্যুতিক স্কুটার ও বাইকগুলি গ্রাহকদের হৃদয় জিতে নিচ্ছে। এবার তেমনই এক চমৎকার ইলেকট্রিক স্কুটার লঞ্চের আভাস দিল গুজরাতের সংস্থা গ্রেটা ইলেকট্রিক (Greta Electric)। সংস্থার তরফে একটি নতুন ইলেকট্রিক স্কুটারের টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে।
গ্রেটা ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা রাজ মেহতা টুইটারে ডিজার ভিডিওটি পোস্ট করেছেন। এদিকে সংস্থার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলেও এই একই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, “Anvil-এ নতুন কিছু রয়েছে! আমরা বাস্তবেই এর সম্পর্কে ভীষণ উচ্ছ্বসিত। আপনারাও?” অল্প সময়ের হলেও ভিডিওটি দেখে স্কুটারটির ফিচার্স সম্পর্কে আঁচ করা গিয়েছে। যেমন, ছোট সাইড ইন্ডিকেটরের সাথে একটি বড় টেললাইট।
আবার সেখানে দেখা গিয়েছে একটি ডিজিটাল স্ক্রিন যেখানে রেঞ্জ এবং ব্যাটারি পার্সেন্টেজ সহ অন্যান্য তথ্য ভেসে উঠবে। আবার একাধিক সুইচ এবং বাটন যুক্ত হ্যান্ডেল বারের দেখা মিলেছে। আবার এতে উপস্থিত রিমোট লকিং ফিচার এবং ডিআরএল বেষ্টিত হেডলাইট অ্যাসেম্বলি। এটি একটি উচ্চগতির স্কুটার বলেই আমাদের অনুমান। উল্লেখ্য, বাজারে গ্রেটার চারটি মডেলের ইলেকট্রিক স্কুটার রয়েছে। প্রতিটির রেঞ্জ ১০০ কিমি বলে দাবি করা হয়েছে।
নতুন মডেলটি লঞ্চ হলে সেটি হবে সংস্থার পঞ্চম ইলেকট্রিক স্কুটার। লঞ্চ হওয়ার পর ই-স্কুটারটির সঙ্গে Hero Electric, Ola Electric ও Ather Energy-র মতো প্রথম সারির সংস্থাগুলির প্রতিযোগিতা চলবে।