ইলেকট্রিক বাইক কিনবেন? চলে এল নতুন মডেল GT Texa, ফুল চার্জে যাবে 130 কিমি

GT Texa নামে একটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল চলে এল ভারতের বাজারে। জিটি ফোর্স (GT Force) নামক এক ভারতীয় ইলেকট্রিক স্টার্টআপ বাইকটি লঞ্চ করেছে। দাম ১.১৯…

GT Texa নামে একটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল চলে এল ভারতের বাজারে। জিটি ফোর্স (GT Force) নামক এক ভারতীয় ইলেকট্রিক স্টার্টআপ বাইকটি লঞ্চ করেছে। দাম ১.১৯ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। সংস্থার দাবি, আরবান রাইডারদের জন্য আদর্শ এই বৈদ্যুতিক বাইকে রয়েছে বিশ্বমানের প্রযুক্তি এবং হাই-পারফরম্যান্স। জিটি ফোর্সের বাকি মডেল যেমন GT Vegas, GT Ryd Plus, GT One Plus Pro ও GT Drive Pro-এর সাথে নতুন GT Texa সংস্থার শোরুমে পাওয়া যাবে।

উল্লেখ্য, ইলেকট্রিক স্কুটারের বাজারে বিকল্পের শেষ নেই। সে জায়গায় ব্যাটারি চালিত মোটরসাইকেলের সম্ভার হাতে গুণে বলা যায়। তবে ইদানিং বেশ কিছু কোম্পানি উক্ত সেগমেন্টে নিজেদের নতুন মডেল লঞ্চ করে চলেছে। তাই আগামী কয়েক বছরের মধ্যেই ইলেকট্রিক বাইক ও স্কুটারের পাল্লা সমান সমান হবে বলেই মনে করা হচ্ছে।

GT Texa ইলেকট্রিক বাইকের স্পেসিফিকেশন ও ফিচার্স

GT Texa-তে রয়েছে ৩.৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। যা সম্পূর্ণ চার্জে ১২০-১৩০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। এতে উপস্থিত একটি বিএলডিসি মোটরকে কর্মক্ষম করতে ব্যাটারি থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগ তুলতে সহায়তা করবে। অটোকাট প্রযুক্তি যুক্ত একটি মাইক্রো চার্জার দ্বারা ব্যাটারি ৪-৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে।

জিটি টেক্সার সর্বোচ্চ ভারোত্তোলন ক্ষমতা ১৮০ কেজি। ছোট কমিউটার বাইকের মতো ছিমছাম ডিজাইন এতে। জীবাশ্ম জ্বালানি চালিত বাইকে ট্যাঙ্কের নিচে যেখানে ইঞ্জিন থাকে, সে জায়গায় এতে রয়েছে ব্যাটারি প্যাক। মডেলটি উজ্জ্বল লাল ও নিকষ কালো রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। অ্যালয় হুইলের সাথে সামনে ৮০-১০০/১৮ ও পেছনে ১২০-৮০/১৭ সেকশন টায়ার বর্তমান।

ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দু’চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। আবার দেওয়া হয়েছে একটি E-ABS কন্ট্রোলার। রিমোট বা চাবি, যে কোনো একটি ব্যবহার করে মোটর স্টার্ট করা যাবে। জিটি টেক্সা বাইকের আকর্ষণীয় ফিচার্সের মধ্যে রয়েছে ১৭.৭৮ সেন্টিমিটার এলইডি ডিসপ্লে। আবার ডিজিটাল স্পিডোমিটার, সেন্ট্রাল লকিং সিস্টেম, এলইডি হেডলাইট, টেল লাইট, টার্ন সিগনাল ল্যাম্প এই সব কিছু একত্রিতভাবে উন্নত দৃশ্যমানতা ও সুরক্ষা প্রদান করবে।