Harley Davidson নিয়ে এল বৈদ্যুতিক সাইকেল, এক চার্জে যাবে ৯৫ কিমি পর্যন্ত, বাজারে মাত্র ১০৫০টি মিলবে

২০১৯ সালে অনেক প্রতিশ্রুতি ও সম্ভাবনার সাথে হার্লে ডেভিডসন (Harley-Davidson) তাদের ইলেকট্রিক বাইসাইকেল ব্র্যান্ড...
SUMAN 31 May 2022 4:10 PM IST

২০১৯ সালে অনেক প্রতিশ্রুতি ও সম্ভাবনার সাথে হার্লে ডেভিডসন (Harley-Davidson) তাদের ইলেকট্রিক বাইসাইকেল ব্র্যান্ড ‘সিরিয়াল ১’ (Serial 1)-কে আলাদা করার ঘোষণা করেছিল। প্রত্যাশা বজায় রেখে সেই সিরিয়াল ১ এবার বাজারে BASH/MTN মডেল নামের একটি নতুন ইলেকট্রিক মাউন্টেন বাইক লঞ্চের ঘোষণা করল। সংস্থার MOSH/CTY ও RUSH/CTY মডেলের উপর ভিত্তি করে আনা হয়েছে নতুন BASH/MTN। তবে আগের মডেল 'শহুরে রাস্তায় চলাচলের জন্য উপযোগী হলেও নতুনটি অ্যাডভেঞ্চার রাইডিংয়ের জন্য আনা হয়েছে।

যদিও সিরিয়াল ১ জানিয়েছে, তাদের এই নতুন ইলেকট্রিক সাইকেল পাহাড়ি রাস্তায় জারিজুরি দেখানোর জন্য ততটা কার্যকরী নয়, বরং মেঠো পথে চলাচলের উপযুক্ত। BASH/MTN -এ দেওয়া হয়েছে একটি ৫২৯ ওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা রাস্তার ধরন এবং ড্রাইভিং মোডের উপর নির্ভর করে ৩০-৯৫ কিমি রেঞ্জ দেবে। সংস্থার দাবি, এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে পাঁচ ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আবার আড়াই ঘন্টায় শূণ্য থেকে ৭৫% চার্জ করা যাবে।

Serial 1 MOSH/CTY-র একই ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে BASH/MTN। Michelin E-Wild টায়ার এবং একটি SR Suntour NCX সিট দেওয়া হয়েছে এতে। সাইকেলটির সামনে ও পেছনে কোনো সাসপেনশন সেটআপ নজরে পড়েনি। সে কারণে সফ্ট অফরোডিংয়ের জন্য সক্ষম হলেও, পাহাড়ি রাস্তার জন্য এটি বিশেষ উপযুক্ত নয়।

ই-বাইকটি ঘন্টা প্রতি ৩২ কিমি গতি তুলতে পারবে। ব্রেকিং সিস্টেম হিসেবে এতে উপস্থিত ফোর পিস্টন যুক্ত ২০৩ মিমি হাইড্রোলিক ডিস্ক ব্রেক। সিরিয়াল ১ জানিয়েছে, তারা এটি লিমিটেড এডিশনে তৈরি করেছে। এর মোট ১,০৫০ ইউনিট বাজারে ছাড়া হবে। BASH/MTN-এর দাম ৩,৯৯৯ ডলার রাখা হয়েছে, টাকার অঙ্কে যা প্রায় ৩.১০ লক্ষ। ভারতের বাজারে এই বৈদ্যুতিক মাউন্টেন সাইকেল লঞ্চ হবে না বলেই নিশ্চিত।

Show Full Article
Next Story