Harley Davidson-এর সবচেয়ে কমদামী কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্রুজার বাইক আসছে ভারতে, তেলের ট্যাঙ্ক থাকবে সিটের নীচে!

ভারতে লঞ্চের আগে মডার্ন এন্ট্রি-লেভেল রোডস্টার ক্রুজার বাইক Nightster -এর টিজার প্রকাশ করল হার্লে ডেভিডসন...
SUMAN 2 July 2022 6:41 PM IST

ভারতে লঞ্চের আগে মডার্ন এন্ট্রি-লেভেল রোডস্টার ক্রুজার বাইক Nightster -এর টিজার প্রকাশ করল হার্লে ডেভিডসন (Harley-Davidson)। এটি সংস্থার Iron 883 এবং Forty-Eight বাইক দুটির স্থান দখল করবে বলে মনে করা হচ্ছে। ব্র্যান্ডের স্পোর্টস্টার লাইনআপের অধীন এই নয়া ক্রুজারে শক্তিশালী ৯৭৫ সিসি লিকুইড কুল্ড, VVT, DOHC, V-twin, শর্ট স্ট্রোক ইঞ্জিনে ছুটবে এটি। দৃশ্যত এটি রেট্রো ডিজাইনের।

হার্লে ডেভিডসনের নিজস্ব ডিজাইনের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে Nightster-এ। যেমন গোলাকৃতি এয়ার ইনটেক কভার, চপড ফেন্ডার, ট্যুইন রিয়ার শক, কাঠ বাদাম আকৃতির ফুয়েল ট্যাঙ্ক সহ হাজির হবে বাইকটি। এর ফিচারের তালিকায় রয়েছে ৬-স্পিড ট্রান্সমিশন সহ অ্যাসিস্ট এবং স্লিপ মেকানিক্যাল ওয়েট ক্লাচ, ৩টি রাইডিং মোড (রোড, স্পোর্ট এবং রেইন), ফুল এলইডি লাইটিং, ট্রাকশন কন্ট্রোল সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য। যা ব্র্যান্ডের কোনও এন্ট্রি লেভেল মোটরসাইকেলে এই প্রথম।

সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এতে দেওয়া হয়েছে একটি ‘ড্র্যাগ টর্ক স্লিপ কন্ট্রোল সিস্টেম’। এর কাজ হল, দ্রুত গতিতে চলাকালীন গিয়ার পরিবর্তিত হলে টর্কের সরবরাহ নিয়ন্ত্রণ করে বাইকের পেছনের চাকা পিছলে যাওয়ার থেকে রক্ষা করা। Harley-Davidson Nightster -এর ওজন (কার্ব) ২১৮ কেজি। এটি ট্রেলিস ফ্রেম এবং একটি অ্যালুমিনিয়াম সাবফ্রেম দিয়ে তৈরি। এর অয়েল ট্যাঙ্কে তেল ভরাতে গেলে ভুল হতে পারে। যেটি আদতে ট্যাঙ্ক বলে মনে হচ্ছে সেটি আদতে একটি এয়ারবক্স। ফুয়েল ট্যাঙ্কটি সিটের নীচে অবস্থিত। যার ক্যাপাসিটি ১১.৭ লিটার।

Harley-Davidson Nightster-এর ৯৭৫ সিসি ইঞ্জিন থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ৯০ বিএইচপি শক্তি এবং ৫,৭৫০ আরপিএম গতিতে ৯৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ব্ল্যাক, গ্রে এবং রেড - এই তিনটি রঙের বিকল্পে হাজির হতে পারে। সামনে ১৯ ইঞ্চি হুইল ও ৩২০ মিমি ডিস্ক এবং পেছনে ১৬ ইঞ্চি হুইল ও ২৬০ মিমি ডিস্ক থাকবে। মাটি থেকে সিটের উচ্চতা ৭০৬ মিমি। ভারতে Nightster-এর দাম রাখা হতে পারে সাড়ে ১৩ থেকে ১৪ লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story