Bike News: দীপাবলি উপলক্ষে এই টু-হুইলার সংস্থার বিরাট অফার, বাইকে 5 লাখ টাকা ছাড়!

উৎসবের মরশুমে নিজেদের বিক্রি-বাট্টা বাড়াতে এবং গ্রাহকদের আকর্ষিত করতে বিন্দুমাত্র কার্পণ্য করতে নারাজ এদেশের মাটিতে ব্যবসা করা গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি। মোটরসাইকেল হোক কিংবা চারচাকা সব…

উৎসবের মরশুমে নিজেদের বিক্রি-বাট্টা বাড়াতে এবং গ্রাহকদের আকর্ষিত করতে বিন্দুমাত্র কার্পণ্য করতে নারাজ এদেশের মাটিতে ব্যবসা করা গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি। মোটরসাইকেল হোক কিংবা চারচাকা সব ক্ষেত্রেই মিলছে দেদার ছাড়। আর এবার সেই ডিসকাউন্টের খেলায় নেমে পড়ল আমেরিকার আইকনিক মোটরসাইকেল নির্মাতা Harley Davidson। ফেস্টিভ সিজন উপলক্ষে তিনটি বাইকের উপরে ঘোষণা করেছে বিশাল ডিসকাউন্ট। চলুন দেখে নেওয়া যাক সংস্থার কোন কোন মডেলে কেমন ছাড় মিলবে।

উৎসবের আমেজকে এগিয়ে নিয়ে যেতে হার্লে ডেভিডসন তাদের ভারতের মাটিতে বিক্রি হওয়া Pan America 1250 Special, Sportster S এবং Nightster মোটরসাইকেলের উপর বিপুল ছাড় দিচ্ছে। তবে মনে রাখতে হবে এই ডিসকাউন্ট কেবলমাত্র মডেলগুলির ২০২২ সংস্করণের উপর প্রযোজ্য।

বর্তমানে Harley Davidson Pan America 1250 Special এর দাম ২০.৯৯ লক্ষ টাকা হলেও উৎসবের মরশুমে ৪.৯০ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে তারা। ডিসকাউন্ট অনুযায়ী বাইকটির দাম এই মুহূর্তে কমে হয়েছে ১৬.০৯ লক্ষ টাকা। অন্যদিকে Sportster S কিনতে বর্তমানে খরচ হবে ১২.০৬ লক্ষ টাকা। এই বাইকটির আসল মূল্য কিন্তু ১৬.৫১ লক্ষ টাকা। অর্থাৎ সবমিলিয়ে ৪.৪৫ লক্ষ টাকা ডিসকাউন্ট পেতে পারবেন আপনি।

সবশেষে রয়েছে হার্লে ডেভিডসনের আরেক জনপ্রিয় মডেল Nightster। এক্ষেত্রেও ৪.৩০ লাখ টাকার আকর্ষণীয় ছাড় রয়েছে। ফলে মোটরসাইকেলটির এক্স শোরুম মূল্য ১৪.৯৯ লক্ষ টাকা থেকে এক ধাক্কায় কমে হয়েছে ১০.৬৯ লক্ষ টাকা। নিঃসন্দেহে এমন বিপুল পরিমাণ ছাড় কস্মিনকালে মোটরসাইকেলের উপর দেখতে পাইনি আমরা। উৎসবেহ আমেজকে কয়েকগুণ বাড়িয়ে দিতে এর চেয়ে বড় আকর্ষণ আর কী বা থাকতে পারে!

প্রবাদপ্রতিম এই বাইক নির্মাতার অ্যাডভেঞ্চার বাইক হল Pan America 1250। এতে চালিকাশক্তি সরবরাহ করে ১২৫২ সিসির টুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। ৮৭৫০ আরপিএম গতিতে এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১৫০.৯ বিএইচপি ক্ষমতা এবং ৬৭৫০ আরপিএম গতিতে সর্বাধিক ১২৮ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সাথে রয়েছে ছয় ধাপযুক্ত গিয়ার বক্স।

অন্যদিকে, Nightster এর মধ্যে ব্যবহৃত হয়েছে ৯৭৫ সিসির টুইন সিলিন্ডার যুক্ত শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৮৮.৫ বিএইচপি এবং ৯৫ এনএম। এক্ষেত্রেও গিয়ারের সংখ্যা ছয়। আর Sportster S-কে এগিয়ে চলো শক্তি সরবরাহ করে প্রথম মডেলটির মতোই ১২৫২ সিসির লিকুইড কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিন। তবে এক্ষেত্রে ইঞ্জিন থেকে উৎপন্ন হওয়া পাওয়ার এবং টর্ক যথাক্রমে ১২০.৬৯ বিএইচপি এবং ১২৫ এনএম।