Harley Davidson এর সবচেয়ে সস্তা বাইকের বুকিং শুরু, পুজোর আগে ডেলিভারি, কিনবেন
গতকাল ভারতের প্রিমিয়াম মোটরসাইকেলের দুনিয়ায় নতুন সদস্য হিসেবে পদার্পণ করেছে Harley-Davidson X440। এটি এদেশে সংস্থার...গতকাল ভারতের প্রিমিয়াম মোটরসাইকেলের দুনিয়ায় নতুন সদস্য হিসেবে পদার্পণ করেছে Harley-Davidson X440। এটি এদেশে সংস্থার সবচেয়ে সস্তার মডেল। যা হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর সাথে যৌথভাবে এদেশের মাটিতেই তৈরি করা হয়েছে। আজ বিকেল ৪:৪০ থেকে বাইকটির বুকিং গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাদ্বয়। এদেশে হার্লে ডেভিডসনের সমস্ত শোরুম এবং হিরো মোটোকর্পের বাছাই করা কয়েকটি আউটলেট থেকে ৫,০০০ টাকায় বুকিং নেওয়া হবে বাইকটির।
Harley-Davidson X440-এর বুকিং আজ বিকেল থেকে শুরু হচ্ছে
X440 তিনটি ট্রিমে অফার করা হয়েছে – Denim, Vivid ও S। ভারতের বাজারে এর দাম ২.২৯ লক্ষ থেকে ২.৬৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। আবার এ বছর অক্টোবর অর্থাৎ পুজোর সময় থেকে বাইকটির ডেলিভারি দেওয়া শুরু হবে বলে জানা গেছে।
HD X440-এর এন্ট্রি-লেভেল ডেনিম ভ্যারিয়েন্টটি স্পোক হুইল সহ মাস্টার্ড পেইন্ট কালারে উপলব্ধ। আবার ভিভিড এডিশনে দেওয়া হয়েছে ডুয়েল-টোন স্কিম – মেটালিক থিক রেড এবং মেটালিক ডার্ক সিলভার, যা অ্যালয় হুইলে বেছে নেওয়া যাবে। আবার S ট্রিমে ত্রিমাত্রিক ব্র্যান্ডিং এবং প্রিমিয়াম ফিনিশ, মেশিন অ্যালয় হুইল, গোল্ড ইঞ্জিন ও বডি পার্ট সহ ডেনিম ব্ল্যাক কালার টোন অফার করা হয়েছে।
প্রসঙ্গত, Harley-Davidson X440 বাইকটি রাজস্থানে হিরোর কারখানায় উৎপাদন করা হবে। উল্লেখযোগ্য ফিচার হিসাবে এতে উপস্থিত – ব্লুটুথ চালিত টার্ন বাই টার্ন নেভিগেশন, টিএফটি ডিজিটাল ডিসপ্লে সহ ৩.৫ ইঞ্চি স্পিডোমিটার, ডে অ্যান্ড নাইট ডিসপ্লে মোড, কানেক্ট ২.০, লো ফুয়েল অ্যালার্ট, জিওফেন্স অ্যালার্ট, সার্ভিস বুকিং ও হিস্ট্রি এবং ট্রিপ অ্যানালাইসিস ড্রাইভিং স্কোর।