হার্লে ডেভিডসনের সবচেয়ে সস্তা বাইক X440 নতুন কালার অপশনে আগামীকাল লঞ্চ হবে

Harley Davidson ভারতে তাদের সবচেয়ে সস্তা বাইক, X440 আগামীকাল নতুন কালার অপশনে লঞ্চ করতে চলেছে। সংস্থার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। পোস্টটিতে…

Harley Davidson x440 could launch in a new colour option tomorrow

Harley Davidson ভারতে তাদের সবচেয়ে সস্তা বাইক, X440 আগামীকাল নতুন কালার অপশনে লঞ্চ করতে চলেছে। সংস্থার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। পোস্টটিতে ‘নতুন শেড’ কথাটি উল্লেখ করা এবং ফুয়েল ট্যাঙ্কের উপর ‘X440’ ব্যাজটি ক্রোম দিয়ে ফিনিশিং করা হয়েছে, যেখানে বর্তমান কালারটিতে ব্ল্যাক ব্যাজিং বর্তমান।

কসমেটিক আপডেটের উপর ভিত্তি করে হার্লে ডেভিডসন X440-এর নতুন কালার অপশনের দাম স্ট্যান্ডার্ড ট্রিমের থেকে একটু বেশি হতে পারে। জানিয়ে রাখি, রেট্রো স্টাইলের এই ক্রুজার মোটরসাইকেল মাস্টার্ড ডেনিম, মেটালিক থিক রেড, মেটালিক ডার্ক সিলভার, ও ম্যাট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। দাম 2.39 লক্ষ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু।

নতুন কালার ছাড়া স্পেসিফিকেশনের দিক থেকে বাইকটি অপরিবর্তিত থাকবে। জানিয়ে রাখি, 440 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এতে।h এটি 27 বিএইচপি ও 38 এনএম টর্ক উৎপাদনে সক্ষম। সঙ্গে স্লিপার ক্লাচ সহ সিক্স স্পিড গিয়ারবক্স। ট্রেলিস ফ্রেমে নির্মিত এই বাইকে 18/17 ইঞ্চি অ্যালয় হুইল, কেওয়াইডি আপসাইড ডাউন ফর্ক, ও মনোশক রয়েছে। বেস মডেলে অবশ্য স্পোক হুইল দেখা যায়।

X440 দু’দিকে সিঙ্গেল ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল এবিএস অফার করে। বাইকটিতে ফুল-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল আছে, যা বিভিন্ন ডেটা দেখায়। এছাড়া, টপ মডেলটিতে ব্লুটুথ কানেক্টিভিটি ও টার্ন বাই টার্ন নেভিগেশন ফিচার আছে। লাইটিং সেটআপটি ফুল-এলইডি। X440-এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 13.5 লিটার ও কার্ব ওয়েট 190.5 কেজি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন