পুজো স্পেশাল অফার আনল হার্লে ডেভিডসন, রয়্যাল এনফিল্ডের দামে পাওয়া যাবে এই বাইক

গত বছর Hero MotoCorp ও Harley Davidson জোট বেঁধে X440 নামে একটি মোটরসাইকেল লঞ্চ করেছিল। এটি মার্কিন সংস্থাটির সবচেয়ে সস্তা মডেলে হিসাবে ভারতের বাজারে উপলব্ধ।…

Tech Gup Desk 1 Oct 2024 2:34 PM IST

গত বছর Hero MotoCorp ও Harley Davidson জোট বেঁধে X440 নামে একটি মোটরসাইকেল লঞ্চ করেছিল। এটি মার্কিন সংস্থাটির সবচেয়ে সস্তা মডেলে হিসাবে ভারতের বাজারে উপলব্ধ। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। পুজোর মরসুম উপলক্ষ্যে এবার এই ক্রুজার বাইকটিতে স্পেশাল ফেস্টিভ অফার ঘোষণা করা হয়েছে।

Harley Davidson X440 এখন ২৩,০০০ টাকা ফেস্টিভ বেনিফিটের সঙ্গে কেনা যাচ্ছে। তবে এর মধ্যে ঠিক কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, সেটা অজানা। আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি। এখানেই শেষ নয়, এই বাইক বুক করলে কমপ্লিমেন্টারি রোডসাইড অ্যাসিস্ট্যান্স পাওয়া যাবে।

এছাড়াও, রিপোর্ট অনুযায়ী, X440 নো কস্ট EMI স্কিমেও কেনা যাবে। তবে এর জন্য কিছু টার্মস ও কন্ডিশন মানতে হবে। ফেস্টিভ বেনিফিট ৩ নভেম্বর পর্যন্ত বৈধ থাকবে। জানিয়ে রাখি, গত মাসে বাইকটির ভিভিড ভ্যারিয়েন্টে মাস্টার্ড কালার যোগ করা হয়েছে। অন্যদিকে, টপ-এন্ড S ট্রিমে অরেঞ্জ নামে পেইন্ট অপশন যুক্ত করা হয়েছে।

মোটরসাইকেলটির বেস মডেল (ডেনিম) কিনতে ২.৩৯ লক্ষ টাকা খরচ হবে। মাঝের (ভিভিড) ভ্যারিয়েন্টের মূল্য ২.৫৯ লক্ষ টাকা। অন্যদিকে, সরচেয়ে অত্যাধুনিক (এস) ভার্সনের দাম ২.৭৮ লক্ষ টাকা। এগুলি সমস্ত এক্স-শোরুম প্রাইস। বাইকটিতে ৪৪০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ২৭ হর্সপাওয়ার এবং ৩৮ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। সঙ্গে স্লিপার ক্লাচ এবং ছয় গতির গিয়ারবক্স উপলব্ধ।

Show Full Article
Next Story