রয়্যাল এনফিল্ডের দামে নতুন রূপে হাজির Harley Davidson-এর সবচেয়ে সস্তা বাইক

Harley Davidson ভারতে তাদের সবচেয়ে সস্তা বাইক, X440 তিনটি নতুন আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ করল। পুজোর আগে ক্রেতামহলে উন্মাদনা বাড়াতে এই উদ্যোগ বলে মনে করা…

Harley Davidson x440 launched in three new color options in india

Harley Davidson ভারতে তাদের সবচেয়ে সস্তা বাইক, X440 তিনটি নতুন আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ করল। পুজোর আগে ক্রেতামহলে উন্মাদনা বাড়াতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। মিড-স্পেক ভিভিড ভ্যারিয়েন্টে মাস্টার্ড ও গোল্ডফিস সিলভার কালার অপশন যোগ করা হয়েছে। এই কালার স্কিমগুলিতে 3D লোগো স্ট্যান্ডার্ড হিসাবে থাকছে। অন্যদিকে, টপ-এন্ড S ট্রিমে বাজাজ অরেঞ্জ নামে একটি পেইন্ট অপশন যুক্ত করা হয়েছে।

শুনলে অবাক হবেন, নতুন কালার আপডেট দিলেও মোটরসাইকেলটির দাম একটাকাও বাড়ায়নি হার্লে ডেভিডসন। X440-এর বেস মডেল অর্থাৎ Denim কিনতে খরচ হবে 2.39 লক্ষ টাকা। মাঝের Vivid ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 2.59 লক্ষ টাকা। আর সরচেয়ে অত্যাধুনিক S ভার্সনের মূল্য 2.78 লক্ষ টাকা। মনে রাখবেন, এগুলি সব এক্স-শোরুম প্রাইস।

Harley Davidson X440

নতুন রং ছাড়া Harley Davidson X440 সম্পূর্ণরূপে অপরিবর্তিত। পারফরম্যান্সের কথা বললে, এই রেট্রো স্টাইলের ক্রুজারে 440 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এটি থেকে 27 বিএইচপি ক্ষমতা ও 38 এনএম টর্ক পাওয়া যায়। সঙ্গে স্লিপার ক্লাচ সহ সিক্স স্পিড গিয়ারবক্স উপলব্ধ। হার্ডওয়্যার সেটআপের মধ্যে রয়েছে 18/17 ইঞ্চি অ্যালয় হুইল, আপসাইড ডাউন ফর্ক, ও মনোশক সাসপেনশন। তবে বেস মডেলে স্পোক হুইল দেখা যায়।

X440 বাইকটির দুই চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল এবিএস পাওয়া যায়। ফুল-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ভেসে ওঠে। এছাড়া, ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন নেভিগেশন ফিচার আছে। বাইকের সর্বত্র ফুল এলইডি লাইটিং ব্যবহার করা হয়েছে। সবশেষে ফুয়েল ট্যাঙ্কটি 13.5 লিটারের এবং বাইকের ওজন 190.5 কেজি (কার্ব ওয়েট)।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন