Harley Davidson X440 বাইকের অন-রোড প্রাইস কত? কলকাতা সহ দেশের 10টি শহরে আসল দাম দেখুন
ভারতের রোডস্কার মোটরসাইকেলের দুনিয়ায় সদ্য পা রেখেছে Harley-Davidson X440। যার প্রতিপক্ষ হিসেবে Triumph Speed 400-এর...ভারতের রোডস্কার মোটরসাইকেলের দুনিয়ায় সদ্য পা রেখেছে Harley-Davidson X440। যার প্রতিপক্ষ হিসেবে Triumph Speed 400-এর দাম অন-রোড দাম ইতিমধ্যেই প্রকাশ করেছে বাইকটির আরেক নির্মাণকারী বাজাজ (Bajaj)। এদেশে X440 মডেলটি হার্লে ডেভিডসনের সবচেয়ে সস্তার মডেল হিসেবে হাজির হয়েছে। তিনটি ট্রিমে বেছে নেওয়া যাবে বাইকটি – Denim, Vivid ও S। প্রতিটির দাম আলাদা। এবারে বাইকটির প্রতিটি ভ্যারিয়েন্টের অন-রোড দাম ঘোষণা করা হল। এদেশের ১০টি শহরে বাইকটি কিনতে কত খরচ পড়বে, নিচে রইল তার তালিকা।
Harley-Davidson X440-এর অন-রোড মূল্যের তালিকা
মুম্বাই
Denim – ২,৭৮,৬৭১ টাকা
Vivid – ৩,০১,৪৯২ টাকা
S – ৩,২৪,৩১৩ টাকা
বেঙ্গালুরু
Denim – ২,৯৭,৬১০ টাকা
Vivid – ৩,২২,০২৭ টাকা
S – ৩,৪৬,৪৪৪ টাকা
দিল্লি
Denim – ২,৬৯,৫১১ টাকা
Vivid – ২,৯১,৫৩২ টাকা
S – ৩,১৩,৫৫৩ টাকা
পুণে
Denim – ২,৭৮,৬৭১ টাকা
Vivid – ৩,০১,৪৯২ টাকা
S – ৩,২৪,৩১৩ টাকা
নাভি মুম্বাই
Denim – ২,৭৮,৫৮১ টাকা
Vivid – ৩,০১,৩৯৪ টাকা
S – ৩,২৪,২০৮ টাকা
হায়দ্রাবাদ
Denim – ২,৭৮,৬৭১ টাকা
Vivid – ৩,০১,৪৯২ টাকা
S – ৩,২৪,৩১৩ টাকা
আমেদাবাদ
Denim – ২,৬৪,৯৩১ টাকা
Vivid – ২,৮৬,৫৫২ টাকা
S – ৩,০৮,১৭৩ টাকা
চেন্নাই
Denim – ২,৬৯,৫১১ টাকা
Vivid – ২,৯১,৫৩২ টাকা
S – ৩,১৩,৫৫৩ টাকা
চন্ডিগড়
Denim – ২,৬০,২৬১ টাকা
Vivid – ২,৮১,৪৭৪ টাকা
S – ৩,০২,৬৮৮ টাকা
কলকাতা
Denim – ২,৭৪,০৯১ টাকা
Vivid – ২,৯৬,৫১২ টাকা
S – ৩,১৮,৯৩৩ টাকা
প্রসঙ্গত, বেঙ্গালুরুতে Harley-Davidson X440-এর দাম সবচেয়ে বেশি এবং চন্ডিগড়ে সবচেয়ে কম। বিভিন্ন রাজ্যের আরটিও, বীমা ইত্যাদির পরিমাণ ভিন্ন হওয়ার কারণে মোটরসাইকেলের দামে তারতম্য দেখা যায়।
স্পেসিফিকেশনের কথা বললে, Harley-Davidson X440-তে এগিয়ে চলার শক্তি জোগাতে দেয়া হয়েছে একটি ৪৪০ সিসি, ওয়েল কুল্ড, লং স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স। নতুন নির্গমন বিধি মেনে দেওয়া হয়েছে ইঞ্জিন। এটি E20 জ্বালানিতে (৮০% পেট্রোল ও ২০% ইথানলের মিশ্রণ) চলতে সক্ষম বাইকটি।
Harley-Davidson X440-তে ফিচার হিসেবে দেওয়া হয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক, ডুয়েল রিয়ার শক, ডুয়েল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডিস্ক ব্রেক, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সামনে ১৮ ইঞ্চি ও পেছনে ১৭ ইঞ্চি হুইল, একটি ইউএসবি চার্জিং সকেট, এলইডি লাইট এবং কানেক্টেড ফিচার। এদেশে বাইকটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Triumph Speed 400, Royal Enfield Classic 350, Hunter 350 ও Meteor 350। এছাড়াও Honda CB 350 ও CB 350 RS-এর সাথেও টক্কর চালাবে X440।