দাম 2.5 লাখের কম, Harley-Davidson X440 ও Royal Enfield Meteor 350-র মধ্যে সেরা কে
সদ্য ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে Harley-Davidson X440 লঞ্চ হয়েছে। এদেশে এটি মার্কিন সংস্থারটির সবচেয়ে সস্তার বাইক...সদ্য ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে Harley-Davidson X440 লঞ্চ হয়েছে। এদেশে এটি মার্কিন সংস্থারটির সবচেয়ে সস্তার বাইক হিসেবে এসেছে। সমগোত্রীয় না হলেও X440-এর সাথে Royal Enfield Meteor 350-এর তুলনা চলে। কারণ স্পেসিফিকেশনের দিক থেকে মোটরসাইকেল দুটির মধ্যে কিছু মিল রয়েছে। এই প্রতিবেদনে তাই মডেল দুটির তুলনা রইল। যা এদের মধ্যে কার পাল্লা ভারি, তা বোঝার জন্য যথেষ্ট।
Harley-Davidson X440 vs Royal Enfield Meteor 350 : ইঞ্জিন
HD X440-তে পুরোদস্তর ভারতীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন দেওয়া হয়েছে। এর ৪৪০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড পাওয়ারট্রেন থেকে ৬,০০০ আরপিএম গতিতে ২৭ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে ৩৮ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স।
এদিকে Royal Enfield Meteor 350-তে J সিরিজ এয়ার-কুল্ড ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ২-ভাল্ভ হেড যুক্ত সিঙ্গেল সিলিন্ডারের প্রতিটি হেডে আছে অয়েল সার্কিট। ফলে দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এটির আউটপুট ২০ বিএইচপি ও ২৭ এনএম টর্ক। বাইকটি ৫-স্পিড গিয়ারবক্সে উপলব্ধ।
Harley-Davidson X440 vs Royal Enfield Meteor 350 : হার্ডওয়্যার
Harley-Davidson X440 একটি KYB USD ৪৩ মিমি ফ্রন্ট ফর্ক এবং ৭-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল যুক্ত ডুয়েল গ্যাস চার্জড রিয়ার শক অ্যাবসর্বারে ছুটবে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ৩২০ মিমি এবং পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।
যেখানে Meteor 350 টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ৬-স্টেপ অ্যাডজাস্টেবল টুইন টিউব ইমালশন শক অ্যাবসর্বারে ছোটে। ডুয়েল চ্যানেল এবিএস সহ এতে রয়েছে ৩০০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ২৭০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক।
Harley-Davidson X440 vs Royal Enfield Meteor 350 : ফিচার্স ও দাম
ফিচার হিসেবে Harley-Davidson X440-তে উপস্থিত অল এলইডি লাইট, এলইডি ডিআরএল সহ হেডলাইটে হার্লে ডেভিডসন ব্র্যান্ডিং। এছাড়া দেওয়া হয়েছে একটি ৩.৫ ইঞ্চি রাউন্ড টিএফটি স্পিডোমিটার ক্লাস্টার। যেখানে মাইলেজ, গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার ইত্যাদি তথ্য ভেসে উঠবে। আবার HD কানেক্ট সার্ভিস, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল-মেসেজ অ্যালার্ট, মিউজিক কন্ট্রোল, ইউএসবি চার্জিং পোর্ট অফার করা হয়েছে। এর দাম ২.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।
অন্যদিকে, Royal Enfield Meteor 350-এর ফিচারের তালিকায় রয়েছে একটি ট্রিপার নেভিগেশন সিস্টেম, এনালগ স্পিড মিটার এবং মাল্টি ইনফরমেশন ডিসপ্লে সহ একটি ট্যাকোমিটার, এলইডি ডিআরএল এবং এলইডি টেলল্যাম্প। এর মূল্য ২.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।