পুজো এবার জমে ক্ষীর! রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে Hero-Harley বাইকের ডেলিভারি অক্টোবরেই
নতুন যানবাহন লঞ্চ হোক বা ডেলিভারি শুরু করা, প্রায় সমস্ত সংস্থাই বছরের উৎসবের মরসুমকে লক্ষ্য রেখে এগোতে চায়। বিক্রি...নতুন যানবাহন লঞ্চ হোক বা ডেলিভারি শুরু করা, প্রায় সমস্ত সংস্থাই বছরের উৎসবের মরসুমকে লক্ষ্য রেখে এগোতে চায়। বিক্রি বৃদ্ধির পাশাপাশি এই সময়ে ক্রেতাদের উদ্দীপনার মাত্রা বাড়াতে এই জাতীয় পদক্ষেপ নিয়ে থাকে কোম্পানিগুলি। এবারে যেমন হার্লে-ডেভিডসন (Harley-Davidson) তাদের সম্প্রতি লঞ্চ করা রোডস্টার মোটরসাইকেল X440-এর ডেলিভারি এ বছর অক্টোবর থেকে দেওয়া হবে বলে জানালো। আবার গ্রাহকরা চাইলে মোটরসাইকেলটি টেস্ট রাইড নিতে পারবেন। কবে থেকে এটি নেওয়া যাবে, সেই তথ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।
Harley-Davidson X440-এর ডেলিভারি শুরু হচ্ছে
X440-এর অপর নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) জানিয়েছে ইতিমধ্যেই এটি ২৫,০০০ বুকিং পার করেছে। হার্লে-ডেভিডসন ভারতে তাদের ডিলারশিপের সম্প্রসারণে জোর দিচ্ছে। X440 হল মার্কিন সংস্থাটির সবচেয়ে সস্তার মোটরসাইকেল। এটি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Denim, Vivid ও S। মডেল তিনটির দাম যথাক্রমে ২.২৯ লক্ষ, ২.৪৯ লক্ষ ও ২.৬৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Harley-Davidson X440-তে শক্তির উৎস হিসাবে উপস্থিত একটি ৪৪০ সিসি, ২-ভাল্ভ, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২৭.৬ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে ৬-গতির গিয়ারবক্স। এতে উপস্থিত স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।
X440-তে ফিচার হিসেবে দেওয়া হয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, টপ-এন্ড ভ্যারিয়েন্টে টিএফটি স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, ডুয়েল চ্যানেল এবিএস, এলইডি লাইটিং ইত্যাদি। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে রাইডিং সম্পর্কিত বিভিন্ন তথ্য ভেসে উঠবে। যেমন – ট্যাকোমিটার, ট্রিপ মিটার, সার্ভিস ইন্ডিকেটর এবং সাইড স্ট্যান্ড অ্যালার্ট।
হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে Harley-Davidson X440-তে দেওয়া হয়েছে KYB-এর আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, সেভেন স্টেপ প্রি-অ্যাডজাস্টেবল গ্যাস ফিল্ড টুইন শক রিয়ার অ্যাবজর্বার। ব্রেকিং এর দায়িত্ব পালন করতে রয়েছে সামনে ৩২০ মিমি ও পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক। সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। অ্যালয় হুইল এবং স্পোক হুইল উভয় ভার্সনে এসেছে বাইকটি। সামনে ১৮ ইঞ্চি ও পেছনে ১৭ ইঞ্চি হুইলে যথাক্রমে ১০০/৯০ সেকশন ও ১৪০/৭০ সেকশন টায়ার রয়েছে।