KTM RC 390: কেটিএমের লেটেস্ট স্পোর্টস বাইক কিনে সবাইকে অবাক করে দেওয়ার প্ল্যান? সবুর করুন
সম্পূর্ণ ফেয়ারিংযুক্ত স্পোর্টস বাইক কেনার সাধ অনেকেরই। তবে সেগুলো বেশিরভাগই সাধারণের সাধ্যের বাইরে। তবে তার সমাধান অনেক...সম্পূর্ণ ফেয়ারিংযুক্ত স্পোর্টস বাইক কেনার সাধ অনেকেরই। তবে সেগুলো বেশিরভাগই সাধারণের সাধ্যের বাইরে। তবে তার সমাধান অনেক বছর আগেই এনেছে KTM। ২০১৪ সালে ভারতে স্মল ক্যাপাসিটির স্পোর্টস বাইক RC 390 লঞ্চ করেছিল সংস্থাটি। আবার সম্প্রতি নতুন আপডেটের সহযোগে এ দেশে পা রেখেছে নতুন প্রজন্মের KTM RC 390। কেটিএমের লেটেস্ট স্পোর্টস বাইক কিনে সবাইকে অবাক করে দেওয়ার প্ল্যান থাকলে প্রশ্ন হচ্ছে, বুক করার পর এই স্পোর্টস বাইকের ডেলিভারি পেতে কতদিন লাগবে?
একটি সূত্র থেকে দেশের বিভিন্ন শহরে KTM RC 390 এর অপেক্ষার মেয়াদ সংক্রান্ত তথ্য সামনে এসেছে। এই মুহূর্তে কলকাতাবাসীদের এই বাইকটি কিনতে হলে প্রায় ২ মাস অপেক্ষা করতে হবে। অন্য দিকে, পুনে ও মুম্বইয়ে ওয়েটিং পিরিয়ড ৫ থেকে ৭ সপ্তাহ। এর ঠিক পরেই রয়েছে দক্ষিণের শহর চেন্নাই। সেখানে RC 390 এর ডেলিভারি পেতে প্রায় ৩০ থেকে ৪০ দিন অপেক্ষা করতে হবে।
হায়দ্রাবাদের ওয়েটিং পিরিয়ড বেশ খানিকটা বেশি। প্রায় ৫৫ থেকে ৬০ দিন। তবে সবাইকে ছাপিয়ে গেছে রাজধানী শহর দিল্লি। সেখানে বুক করার পর অন্তত ৭০ থেকে ৮০ দিন অপেক্ষা করতে হতে পারে। উল্লেখ্য, একটা জিনিস মাথায় রাখা উচিত ডিলার ও কালার অপশন ভেদে ওয়েটিং পিরিয়ড কমতে বা বাড়তে পারে। তাই এই স্পোর্টস বাইক কেনার পরিকল্পনা করে থাকলে নিকটবর্তী ডিলারের কাছে খোঁজ নেওয়ার পরামর্শ দেবো আমরা।
প্রসঙ্গত, নতুন প্রজন্মের KTM RC 390 ভারতে লঞ্চ হয়েছে মে মাসে। পুরনো মডেলের থেকে ৩৭,০০০ টাকা দামী এটি। মূল্য ৩.১৪ লাখ টাকা। আর্ন্তজাতিক বাজারের মতো ভারতেও হালকা ট্রেলিস ফ্রেম-সহ বোল্ট-অন-সাবফ্রেম, কম ওজনের ফাইভ-স্পোক অ্যালয় হুইল-সহ নতুন হার্ডওয়্যার সহযোগে এসেছে সুপারস্পোর্ট বাইকটি। নতুন আপডেটগুলি তীক্ষ্ণ এবং আরও রেস-ওরিয়েন্টেড করে তুলেছে একে। বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, কর্নারিং এবিএস, একটি কুইক শিফটার, স্মার্টফোন কানেক্টিভিটি-সহ টিএফটি ডিসপ্লে, মাল্টি-ফাংশানাল সুইচগিয়ার উল্লেখযোগ্য।