Car vs Bikes: চার চাকা গাড়ি কিনবেন ভাবছেন? বাইকের এই পাঁচটি সুবিধা কিন্তু মিস করবেন

রাস্তায় চলার ক্ষেত্রে বেশি স্বাচ্ছন্দ্য কিসে পাওয়া যায়, গাড়িতে নাকি বাইকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সমাধানের...
SUMAN 31 May 2022 8:18 PM IST

রাস্তায় চলার ক্ষেত্রে বেশি স্বাচ্ছন্দ্য কিসে পাওয়া যায়, গাড়িতে নাকি বাইকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সমাধানের কিনারা মিলবে না। ব্যক্তি বিশেষে যুক্তি যে আলাদা হবে তার বলাই বাহুল্য। কারোর কাছে পছন্দ বাইক-স্কুটার, কেউ আবার গাড়িতে বেশি স্বাচ্ছন্দ অনুভব করেন। তবে প্রকৃতির হাওয়া ও সৌন্দর্য অনুভব করার ক্ষেত্রে বাইক বা স্কুটারের যে জুড়ি মেলা ভার, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। প্রকৃতির বিভিন্ন মরসুমে যারা সেই সৌন্দর্য নিবিষ্টভাবে অনুভব করতে চান, যারা ঊষার রোদ বা পড়ন্ত সূর্যের আলো গায়ে মাখার তাগিদ নিয়ে রাস্তায় বের হন, তারা সকলেই এক বাক্যে টু-হুইলারকেই বেছে নেবেন। আজকের এই প্রতিবেদনে দু'চাকার গাড়ির পাঁচটি সুবিধা সম্পর্কে জেনে নেব।

গাঁটের জন্য উপযোগী

আমরা সকলেই জানি একটি গাড়ির তুলনায় বাইক বা স্কুটারের দাম অতি নগণ্য। যদিও বাজারে উপলব্ধ কিঠু প্রিমিয়াম টু-হুইলার গাড়ির দামকেও হার মানায়। তবে এখানে একটি সাধারণ মডেলকে ধরেই আলোচনা করা হয়েছে। লোন করে টু-হুইলার কিনলে গাড়ির তুলনায় ইএমআই-এর বোঝা অনেকটাই কম পড়ে। আবার বাইকের রিসেল ভ্যালুও গাড়ির চাইতে বেশি।

মানসিক ও শারীরিক উপকারিতা

গাড়ির তুলনায় বাইক চালাতে অধিক সতর্ক থাকতে হয়। ফলে চালকের উদ্দম এবং মনসংযোগের ক্ষমতা বৃদ্ধি পায়। এটি শরীরের পক্ষে যেরকম উপকারী, ততোধিক উপযোগী মানসিক স্বাস্থ্যের পক্ষেও। রাস্তা দিয়ে চলার সময় পরিপার্শ্বের দৃশ্য আরও বেশি করে অনুভব করা যায়। এতে মেজাজটাও ফুরফুরে হয়ে ওঠে।

কম জায়গার প্রয়োজন

রাস্তায় যানজট যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে সবখানে জায়গার বড্ড অভাব। পার্কিং জোনের অবস্থাও একই। গাড়ির জন্য পার্কিং জোন তৈরি করতে যেখানে বেশি জায়গার প্রয়োজন, সেখানে একটি বাইক বা স্কুটার অতি অল্প স্থানে রাখা যায়। ফলে বাহনটি দাঁড় করানোর জন্য বেশি ঝক্কির পোহাতে হয় না।

সহজ রক্ষণাবেক্ষণ ও বেশি মাইলেজ

বলার অপেক্ষা রাখে না যে একটি গাড়ির রক্ষণাবেক্ষণের তুলনায় একটি বাইক বা স্কুটারের রক্ষণাবেক্ষণ অতি সহজ ও কম খরচ সাপেক্ষ। আবার ধোয়ানো ও সার্ভিসিং করা কম কষ্টসাধ্য। আবার একটি গাড়ির তুলনায় টু-হুইলারের মাইলেজ প্রায় দ্বিগুণ হয়। আবার এতে টোল ট্যাক্স লাগে না।

পরিবেশের পক্ষে সহায়ক

বর্তমানে পরিবেশ দূষণ একটি বড় মাথা ব্যথার বিষয়। এ কথা সকলেরই জানা যে একটি প্রথাগত জ্বালানির গাড়ি যতটা দূষণ ছড়ায়, সেই তুলনায় বাইক ও স্কুটার থেকে নির্গত ধোঁয়াহ পরিমাণ অতি নগণ্য। কাজেই পরিবেশকে যারা ভালোবাসেন তারা সবসময় দূষণ কম সৃষ্টি করে এমন যানবাহন কিনবেন বলেই ধারণা।

Show Full Article
Next Story