Bajaj-Triumph বাইক এখন কিনলে লস, এমন বলছি কেন? জানলে থ্যাঙ্কস বলবেন

২.২৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে ৫ জুলাই ভারতের বাজারে লঞ্চ হয়েছে Triumph Speed 400। এটি বাজাজ (Bajaj)-এর...
SUMAN 10 July 2023 11:18 AM IST

২.২৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে ৫ জুলাই ভারতের বাজারে লঞ্চ হয়েছে Triumph Speed 400। এটি বাজাজ (Bajaj)-এর সাথে যৌথভাবে তৈরি করা হয়েছে। প্রথম ১০,০০০ ক্রেতার হাতেই এই মূল্যে বাইকটির চাবি তুলে দেওয়া হবে। তারপর দাম বাড়িয়ে ২.৩৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) করার কথা জানিয়েছে সংস্থা। এদিকে অনলাইনে বাইকটির অন-রোড প্রাইস সংক্রান্ত একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হয়েছে সমস্ত কর ও অন্যান্য খরচ মিলিয়ে Speed 400-এর দাম ৩.৩৮ লাখে পৌঁছাচ্ছে। যা দেখে চক্ষু চড়কগাছ উৎসাহী ক্রেতাদের।

এই স্ক্রিনশটে দাবি করা মূল্য সম্পূর্ণ ভুল বলে বার্তা দিয়েছে বাজাজ। তারা স্পষ্ট জানিয়েছে, এখনও পর্যন্ত বাইকটির অন-রোড প্রাইস প্রকাশ করা হয়নি, যা আগামী ১০ জুলাই জানানো হবে। এখন বিষয় হচ্ছে, এর মধ্যে ৫০০সিসির কম ইঞ্জিনের মোটরসাইকেল কেনার পরিকল্পনা থাকলে ১০ তারিখ পর্যন্ত অপেক্ষা করা উচিত কিনা? আসুন দেখে নেওয়া যাক।

Bajaj তাদের Speed 400-এর অন-রোড মূল্যের বিষয়ে কী জানালো

এক বিবৃতি প্রকাশ করে বাজাজ জানিয়েছে, “বাজাজ অটো ক্রেতাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেরা দাম ও স্বচ্ছতা প্রদান করে থাকি। আমরা সকল ক্রেতা এবং সংবাদ মাধ্যমগুলির কাছে আবেদন জানাচ্ছি যে, দয়া করে সোশ্যাল মিডিয়ার এই গুজবে কান দেবেন না। যেখানে Speed 400-এর নতুন অন-রোড প্রাইস দেখানো হয়েছে।” সংস্থাটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, আগামী ১০ তারিখ তারা তাদের Speed 400-এর অন-রোড প্রাইস ঘোষণা করবে।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া স্ক্রিনশটে Triumph Speed 400-এর জন্য পথ কর বাবদ ৪৬,৫৫৩ টাকা, ডেলিভারি চার্জ ১৭,০০০ টাকা, রেজিস্ট্রেশন ও আরটিও চার্জ ৩,৯৩৭ টাকা, আরএসএ বাবদ ৬,০১৬ টাকা, বীমা ২৩,৫৯২ টাকা এবং ইন্ট্রো কিট ৮,৫০০ টাকা দেখানো হয়েছে। সবমিলিয়ে মোটরসাইকেলটির দাম পড়ছে ৩,৩৮,৫৯৮ টাকা। যা দেখে আগ্রহী ক্রেতাদের চোখ কপালে ওঠার জোগাড়। তাই বাজাজের কথানুযায়ী বাইকটির অন-রোড মূল্য ৩.৩৮ লাখ‌ টাকার কম পড়বে। পরামর্শ অনুযায়ী, মূল্যে কেমন চমক থাকে তা দেখার জন্য ১০ জুলাই পর্যন্ত দু’দিন অপেক্ষা করা যেতেই পারে।

Show Full Article
Next Story