Hero Scooter: অ্যাক্টিভা অতীত, ঝড় তুলতে আসছে হিরোর নয়া স্কুটার, পুজোর আগে লঞ্চ

মোটরসাইকেল মার্কেটে দাপট বেশি হলেও, স্কুটারের বাজারে আধিপত্য দিন দিন কমছে হিরো মটোকর্প (Hero MotoCorp)-এর। তাই দেশের...
techgup 12 Aug 2024 11:47 AM IST

মোটরসাইকেল মার্কেটে দাপট বেশি হলেও, স্কুটারের বাজারে আধিপত্য দিন দিন কমছে হিরো মটোকর্প (Hero MotoCorp)-এর। তাই দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থাটি একঝাঁক স্কুটি লঞ্চের প্ল্যান করছে, যার মধ্যে অন্যতম ডেস্টিনি ১২৫ (Destini 125)। ভারতে এই স্কুটারটি বিক্রি হয় অনেক বছর ধরে। এবার যে নতুন মডেলটি আসছে, সেটি হল ফেসলিফ্ট ভার্সন। ইতিমধ্যেই স্কুটারটি ছবি ফাঁস হয়ে ডিজাইনের ধারণা দিয়েছে। এবার নতুন হিরো ডেস্টিনি ১২৫ মডেলটির পেটেন্ট ইমেজ প্রকাশ হল।

Hero Destini 125 Facelift ডিজাইন

পেটেন্ট ইমেজে স্কুটারটির রিয়ার প্রোফাইল দেখা গিয়েছে। সেখানে রেট্রো স্টাইল থেকে অনুপ্রাণিত ফ্ল্যাট সাইড প্যানেল লক্ষ্য করা যায়। টেললাইট অ্যাসেম্বলি নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। আগে ফাঁস হওয়া রঙিন ছবিতে এই স্কুটারের বডিতে রেট্রো ও মডার্ন স্টাইলিং এলিমেন্টের সহবাস্থান দেখা গিয়েছিল। ফ্রন্ট অ্যাপ্রনে নতুন এলইডি হেডল্যাম্প ও কপার অ্যাকসেন্ট থাকবে। সামনের ডিজাইন পুরনো ডেস্টিনির থেকে সম্পূর্ণ আলাদা।

Hero Destini 125 Patent
Photo Credit: MOTORBEAM

ইঞ্জিন

হিরো মটোকর্প ডেস্টিনি ১২৫ স্কুটারের ডিজাইন বদলে ফেললেও, মেকানিক্যাল দিক থেকে কোনও পরিবর্তন করবে না বলেই ধরে নেওয়া যায়। এটি আগের মতোই ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। এটি ৭,০০০ আরপিএম গতিতে ৯ বিএইচপি ক্ষমতা ও ৫,৫০০ আরপিএমে ১০.৪ এনএম টর্ক উৎপন্ন করবে। সঙ্গে থাকবে সিভিটি অটোমেটিক গিয়ারবক্স।

দাম

নতুন অ্যাসথেটিক্স ও আপগ্রেড ফিচার্স লিস্ট থাকার ফলে সুজুকি অ্যাক্সেস, হোন্ডা অ্যাক্টিভা ও টিভিএস জুপিটার-কে টক্কর দিতে পারে নতুন হিরো ডেস্টিনি ১২৫। এটি পুজোর মরসুম শুরু হওয়ার আগেই ভারতে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা যায়। দাম ৮০,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকার (এক্স-শোরুম) মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story