Hero Destini 125: ফিচার্স ও মাইলেজে হিট, Activa-কে হারাতে নতুন স্কুটার আনল হিরো

Hero Destini 125 দীর্ঘ ছয় বছর ধরে ভারতে বিক্রি হচ্ছে। এতদিন ধরে স্কুটারটি যত আপডেট পেয়েছে, সব ফার্স্ট জেনারেশন মডেলের...
techgup 7 Sept 2024 8:29 PM IST

Hero Destini 125 দীর্ঘ ছয় বছর ধরে ভারতে বিক্রি হচ্ছে। এতদিন ধরে স্কুটারটি যত আপডেট পেয়েছে, সব ফার্স্ট জেনারেশন মডেলের উপর ভিত্তি করে। তবে আজ ডেস্টিনি পুরো নতুন অবতারে লঞ্চ করেছে হিরো। নতুন সংস্করণে চেহারা পুরো পাল্টে গিয়েছে। এমন মেকওভার পেয়েছে যে, আগের ডিজাইনের সঙ্গে কোনও মিল নেই। সেকেন্ড জেনারেশন Hero Destini 125 উন্মোচিত হলেও এখনও দাম ঘোষণা হয়নি। তবে অক্টোবর আসার আগেই দাম প্রকাশ হবে বলে আশা করা যায়।

নতুন হিরো ডেস্টিনি 125 দুটি ট্রিমে এসেছে। প্রথমটি হল কাস্ট ড্রাম, যার মধ্যে রয়েছে VX ভ্যারিয়েন্ট। এবং দ্বিতীয়টির নাম কাস্ট ডিস্ক। এটি আবার ZX এবং ZX+ ভ্যারিয়েন্টে উপলব্ধ। বেস ট্রিমটি ইটারনাল হোয়াইট, রিগাল ব্ল্যাক এবং গ্রোভি রেড কালার স্কিমে এসেছে।

আরও পড়ুন : তিনটি রহস্যময় স্মার্টফোন আনছে Sony, ক্যামেরায় হবে সেরা

অন্যদিকে, হাই-এন্ড ZX এবং ZX+ ট্রিম দু'টি মিস্টিক ম্যাজেন্টা (পিঙ্ক), কসমিক ব্লু, ইটারনাল হোয়াইট এবং রিগাল ব্ল্যাক পেইন্ট অপশনে মিলবে। এছাড়াও এই দুই ভ্যারিয়েন্টে স্কুটারের বিভিন্ন অংশে কপার-টোনড ক্রোম হাইলাইট চোখে পড়বে।

নতুন হিরো ডেস্টিনি 125-এর স্টাইলিং বিভাগে ব্যাপক পরিবর্তন এসেছে। নয়া ডিজাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে স্কুটারটিকে অন্যরকম দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। আপমার্কেট ও প্রিমিয়াম ফিল মিলবে এতে। ফ্রন্টে নতুন এলইডি হেডলাইট ও প্রোজেক্টর ল্যাম্প রয়েছে। ইংরেজি H আকৃতির নতুন এলইডি ডিআরএল ও টেলল্যাম্প মিলবে।

2024 Hero Destini 125-এর আকার বেড়েছে। এটি এখন সেগমেন্টের সবচেয়ে লম্বা সিট (785 মিমি) অফার করছে। হুইলবেস 57 মিমি বেড়ে হয়েছে 1302 মিমি। আন্ডারসিট স্টোরেজ 19 লিটার ও ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 5 লিটার। ফিচার্সের কথা বললে, বেস ভ্যারিয়েন্টে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, ডিআরএল, টাইপ-এ চার্জিং পোর্ট, একটি ছোট এলসিডি ইনসেট সহ অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং বুট ল্যাম্প রয়েছে।

আরও পড়ুন : ক্রেতাদের খুশি বাড়িয়ে সানরুফ এখন আরও সস্তায়, ভারতে লঞ্চ হল Hyundai Venue E+

অন্যদিকে, Hero Destini 125 ZX এবং ZX+ ভ্যারিয়েন্ট দু'টি ফ্রন্ট ডিস্ক ব্রেক, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল স্পিডোমিটার, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ডিসপ্লের জন্য 5 স্টেপ ব্রাইটনেস কন্ট্রোল, হিরোর i3s স্টার্ট/স্টপ টেকনোলজি, অটো ক্যান্সেলিং ইন্ডিকেটর, এবং X-Tec ব্র্যান্ডিং সহ ব্যাকরেস্ট পেয়েছে।

নতুন ডেস্টিনির পারফরম্যান্স অপরিবর্তিত। এতে আগের মডেলের 124.6cc এয়ার-কুল্ড ইঞ্জিন অন্তর্ভুক্ত করা হয়েছে, 9 বিএইচপি এবং 10.4 এনএম টর্ক জেনারেট করে। কোম্পানির দাবি, আপডেট হওয়া মডেলটি 59 কিলোমিটার/লিটার মাইলেজ প্রদান করবে। বর্তমানে Destini 125-এর দাম 76,088 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। সেকেন্ড জেনারেশন মডেলের দাম সামান্য বাড়বে বলে অনুমান করা যায়।

Show Full Article
Next Story