আড়াই হাজার স্কোয়ার ফুটের বেশি জায়গা নিয়ে ই-স্কুটারের নতুন শোরুম খুলল Hero Elecrtic
কেরালার মালাপ্পুরমে আজ নতুন শোরুমের উদ্বোধন করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক স্কুটার নির্মাতা হিরো ইলেকট্রিক...কেরালার মালাপ্পুরমে আজ নতুন শোরুমের উদ্বোধন করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক স্কুটার নির্মাতা হিরো ইলেকট্রিক (Hero Electric)। এটি জেলায় সংস্থার তৃতীয় রিটেল স্টোর। পান্থভুরে অবস্থিত ওই ডিলারশিপে ২৭২৫ স্কোয়ার ফুট জায়গা জুড়ে গড়ে উঠেছে। আবার সার্ভিস এরিয়া রয়েছে ৬৫০ স্কোয়ার ফুট জমিতে।
হিরো ইলেকট্রিক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ওই নতুন ফেসিলিটি দক্ষিণ ভারতে তাদের ডিলারদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করে তুলবে।" সংস্থার আশা, এ ভাবে খুব শীঘ্রই ভারতজুড়ে ১ হাজারটি টাচ পয়েন্টের লক্ষ্য খুব শীঘ্রই পূরণ হবে।
হিরো ইলেকট্রিক-এর সিইও সোহিন্দর গিল বলেন," আমরা আত্মবিশ্বাসী যে, এটি আমাদের গ্রাহকদের জন্য একটি বিশ্বমানের বিক্রয় এবং পরিষেবার অভিজ্ঞতা দেবে। আর ভবিষ্যতে আমাদের বৃদ্ধির কৌশল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে " তিনি যোগ করেন, ভারতের বিলিয়ন ইভি ড্রিম পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করবে হিরো ইলেকট্রিক।
প্রসঙ্গত, কেরালায় বৈদ্যুতিক যানবাহন কিনলে প্রথম বছর পথ করে ৫০ শতাংশ ছাড় পাওয়া যায়। বর্তমানে ভারতের ২৩টি রাজ্যে শোরুম আছে হিরো ইলেকট্রিক-এর। চলতি অর্থবর্ষের শেষে সেলস টাচ পয়েন্টের সংখ্যা এক হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। ক'মাস আগে দেশের বৃহত্তম ই-স্কুটার ব্র্যান্ড হলেও, এক পাঁচ নম্বরে নেমে গিয়েছে হিরো।