Hero Electric সর্বাধিক বৈদ্যুতিক স্কুটার বিক্রির মাধ্যমে পুনরায় শীর্ষস্থান দখল করল, খুলে ফেলল নতুন শোরুম

ভারতে ব্যাটারি চালিত স্কুটারের প্রতি গ্রাহকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তাই বিক্রির নিরিখে দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার...
SUMAN 28 Aug 2022 5:07 PM IST

ভারতে ব্যাটারি চালিত স্কুটারের প্রতি গ্রাহকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তাই বিক্রির নিরিখে দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা হিরো ইলেকট্রিক (Hero Electric) শোরুমের সংখ্যা বাড়ানোয় হাত লাগিয়েছে। এবারে সংস্থাটি কর্নাটকের বিজয়াপুরে নতুন শোরুমের উদ্বোধন করল। দক্ষিণ ভারতের গ্রাহকরা যাতে আরও সহজে ইলেকট্রিক স্কুটার কিনতে পারেন সে কারণে এই শোরুমের উদ্বোধন করা হয়েছে।

১৫১৬ বর্গফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে হিরো ইলেকট্রিকের নতুন শোরুম। এই বৃহৎ পরিসরে গ্রাহকদের স্কুটার পছন্দ করতে ও কিনতে সুবিধা হবে বলেই আশা করছে সংস্থা। এমনকি চাইলে স্কুটারগুলি চালিয়েও দেখে নেওয়া যাবে। বর্তমানে গ্রাহকদের অভিজ্ঞতার মান যাতে আরও বাড়ানো যায়, সেদিকেই নজর সংস্থার। সেজন্য শোরুমের বিভিন্ন জায়গায় স্কুটারের খুঁটিনাটি ডিসপ্লে করা হবে।

এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল বলেন, “কর্ণাটক আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। বিজয়পুরের ডিলারশিপ সম্পূর্ণ জেলায় আমাদের দ্বিতীয় পর্যায়ের নেটওয়ার্ক। এখান থেকে বৈদ্যুতিক যানবাহন প্রেমীদের সামগ্রিক এবং বলিষ্ঠ অভিজ্ঞতা দেওয়া হবে।”

প্রসঙ্গত, কিছুদিন আগে হিরো ইলেকট্রিক গ্রাহক সুবিধার্থে AU Small Finance Bank এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। গ্রাহকরা যাতে স্কুটার কিনতে আরও সহজেই লোন পান সেজন্য এই জোট। আবার গ্রাহকদের চার্জিংয়ের দুশ্চিন্তা দূর করতে Jio-BP এর সাথেও হাত মিলিয়েছে তারা। বর্তমানে, এদেশে হিরো ইলেকট্রিকের ৫ লক্ষের বেশি গ্রাহক এবং ৭৫০+ অনুমোদিত সেলস এবং সার্ভিস আউটলেট রয়েছে। তাদের বিশ্বাস ইভি সেক্টরে সংস্থাটি অদূর ভবিষ্যতে আরও দৃঢ় পদক্ষেপ ফেলতে পারবে।

Show Full Article
Next Story