Mahindra এর সঙ্গে হাত মিলিয়ে স্কুটার তৈরি করছে Hero Electric, বাজারে এল প্রথম ব্যাচ

২০২২-এর সূচনা লগ্নে তৎকালীন দেশের জনপ্রিয়তম ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা হিরো ইলেকট্রিক (Hero Electric) দেশের অটো...
SUMAN 6 July 2022 7:23 PM IST

২০২২-এর সূচনা লগ্নে তৎকালীন দেশের জনপ্রিয়তম ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা হিরো ইলেকট্রিক (Hero Electric) দেশের অটো জায়ান্ট মাহিন্দ্রা (Mahindra) গোষ্ঠীর সাথে গাঁটছড়া বেঁধেছিল। ইলেকট্রিক স্কুটারের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে মধ্যপ্রদেশের পিথামপুরে মাহিন্দ্রার কারখানায় ই-স্কুটার উৎপাদনের চুক্তি হয়েছিল। সেই মতো এবারে মাহিন্দ্রার কারখানা থেকে বৈদ্যুতিক স্কুটারের প্রথম ব্যাচ বেরোনোর কথা ঘোষণা করল হিরো ইলেকট্রিক।

এই জোটের ফলে সমগ্র দেশে ব্যবসা বাড়বে বলে আশাবাদী হিরো। দীর্ঘদিন ধরে দেশে বৈদ্যুতিক টু-হুইলারের বিক্রিতে শীর্ষস্থান নিজের আয়ত্তে রেখেছিল সংস্থাটি। কিন্তু জোগান শৃঙ্খলে সমস্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সেমিকন্ডাক্টর চিপের আকালের কারণে বর্তমানে তিন নম্বরে নেমে এসেছে হিরো। তবে এই জোটের মাধ্যমে হারিয়ে যাওয়া জমি ফিরে পাবে বলে আত্মবিশ্বাসী সংস্থাটি।

https://twitter.com/nmunjal/status/1544214366760800262?t=RB9sh8X3d_qni6_6l-Omng&s=19

মাহিন্দ্রার সাথে নতুন কৌশলগত অংশীদারিত্বের অধীনে Optima ও NYX স্কুটার তৈরি করবে হিরো। যেগুলি মাহিন্দ্রার পিথামপুরের কারখানায় তৈরি হবে। এই অংশীদারিত্বে সংস্থা দুটি নিজেদের একটি প্ল্যাটফর্ম প্রদান করবে যাতে নতুন ইলেকট্রিক যানবাহন নিয়ে আসতে জোগান শৃঙ্খলের সমস্যা এড়ানো যায়। আবার দেশের পাশাপাশি বিদেশের জন্য নতুন প্রযুক্তি নিয়ে আসতে উভয় সংস্থাই নিজেদের গবেষণা এবং উন্নয়ন বিশেষজ্ঞদের মতামত ভাগাভাগি করে নিয়েছে।

এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল বলেন, “আমরা ভীষণভাবে বিশ্বাস করি এই অংশীদারিত্ব বৈদ্যুতিক যানবাহন তৈরিতে অর্থের ন্যায্য দাম দেবে। চার্জিং, সার্ভিসিং, র‍্যাপিড চার্জিং, সোয়াপিং ইত্যাদি ক্ষেত্রে ২০টির অধিক সংস্থার সাথে জোট রয়েছে। যারা আমাদের সমস্ত ক্যাটাগরিতে বলিষ্ঠ ইলেকট্রিক গাড়ির ইকো সিস্টেম তৈরি করতে সহায়তা করছে।”

Show Full Article
Next Story