Hero Karizma: দেখতে পুরো আগুন! হইচই ফেলে প্রকাশ নতুন হিরো কারিশমার ফার্স্ট লুক

চলতি মাসেই নব চেহারায় প্রত্যাবর্তন করতে চলেছে হিরো মটোকর্পের (Hero MotoCorp) আইকনিক মোটরসাইকেল কারিশমা। যাকে নিয়ে...
techgup 19 Aug 2023 7:14 PM IST

চলতি মাসেই নব চেহারায় প্রত্যাবর্তন করতে চলেছে হিরো মটোকর্পের (Hero MotoCorp) আইকনিক মোটরসাইকেল কারিশমা। যাকে নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই। প্রখ্যাত বলিউড অভিনেতা হৃত্বিক রোশন, যিনি এক দশক আগেও এই বাইকটির ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে নিযুক্ত ছিলেন তিনিও নিজের ইনস্টাগ্রাম পেজে জানিয়েছেন যে আগামী ২৯ শে আগস্ট Hero Karizma XMR 210 এর উপর থেকে পর্দা সরতে চলেছে। লঞ্চের প্রাক মুহুর্তে নির্মাতার তরফে প্রকাশ্যে আনা হচ্ছে একের পর এক টিজার ভিডিও। ইতিমধ্যেই বাইকটির এলইডি হেডল্যাম্প ডিজাইন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে হিরো। এবার সামনে এল বাইকটির সারা শরীরের সামগ্রিক ডিজাইনের রূপরেখা।

Hero Karizma XMR 210-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

সদ্য প্রকাশিত টিজার ভিডিওতে Karizma XMR 210 বাইকটির উপর বডি প্যানেলে "XMR" শব্দটি লেখা ছবিও পাওয়া যাচ্ছে। এমনকি এর সাথে সামনে এসেছে সাইড ফেয়ারিংয়ের ডিজাইন। ভিডিও থেকে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে স্পোর্টি ডিজাইন ল্যাঙ্গুয়েজ এর উপর নির্ভর করে শার্প লুকে অবতীর্ণ হতে চলেছে এটি। বাইকটির সামনের দিকে তিনটি তীরের ন্যায় কারিশমার নিজস্ব স্টাইলের ডিআরএল বিদ্যমান। সর্বত্রই এলইডি লাইটের কাজ চোখে পড়ে।

https://youtu.be/E_698KR9ux0?si=uTbHaT7o7oeYQamd

Hero Karizma XMR 210: ইঞ্জিন স্পেসিফিকেশন

নবরূপে আগত Karizma XMR 210 এর ইঞ্জিন স্পেসিফিকেশনে থাকছে চমক। প্রথমবারের জন্য হিরো তাদের কোনো বাইকে ব্যবহার করতে চলেছে লিকুইড কুলিং যুক্ত ইঞ্জিন। ২১০ সিসির সেই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২৫ হর্সপাওয়ার উৎপন্ন হবে বলে অনুমান। সঙ্গে থাকবে ছয় গতির গিয়ার বক্স।

Hero Karizma XMR 210: ব্রেক ও সাসপেনশন

টেস্টিং চলাচাকালীন বিভিন্ন সময়ে ফাঁস হওয়া নতুন কারিশমার ছবিতে স্পষ্ট যে, বাইকের সামনের দিকের সাসপেনশনের দায়িত্ব সামলাবে টেলিস্কোপিক ফর্ক। পিছনে রয়েছে মনোশক অ্যাবজর্ভার। সামনে ও পিছনে দুই দিকেই ১৭ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। উভয় চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক। রাইডারের সুরক্ষার কথা মাথায় রেখে স্ট্যান্ডার্ড হিসেবে ডুয়েল চ্যানেল এবিএস থাকার সম্ভাবনা প্রবল।

Hero Karizma XMR 210: সম্ভাব্য মূল্য

আর কয়েক দিনের মধ্যেই লঞ্চ হতে চলা হিরো কারিশমা জেএমআর ২১০ এর এক্স শোরুম মূল্য ২ লাখ টাকার আশেপাশেই থাকবে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। লঞ্চ হওয়ার পরে Karizma XMR 210 এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে চলেছে Yamaha R15, Bajaj Pulsar RS 200 এবং Suzuki Gixxer SF 250।

Show Full Article
Next Story