Hero Karizma XMR 210: 3 বছর পর বাজারে ফিরছে বাইকের বাদশা! দাম-ফিচার কেমন হবে হিরো কারিশমার

বাইকপ্রেমীদের জন্য আগস্ট একটি উদ্দীপনাময় মাস হতে চলেছে। কারণ আগামী মাসে দুই দোর্দন্ডপ্রতাপ মোটরসাইকেল নতুনরূপে বাজারে...
SUMAN 28 July 2023 8:35 PM IST

বাইকপ্রেমীদের জন্য আগস্ট একটি উদ্দীপনাময় মাস হতে চলেছে। কারণ আগামী মাসে দুই দোর্দন্ডপ্রতাপ মোটরসাইকেল নতুনরূপে বাজারে পা রাখতে চলেছে। যার মধ্যে একটি হল – Hero Karizma এবং অপরটি Royal Enfield Bullet 350। আগস্টের প্রথম সপ্তাহ থেকেই বুকিং শুরু হচ্ছে। Hero Karizma XMR 210 ও Royal Enfield Bullet 350 যথাক্রমে পরপর ২৯ ও ৩০ আগস্ট লঞ্চ হতে চলেছে। এই প্রতিবেদনে Hero Karizma XMR 210-এর স্পেসিফিকেশন, ফিচার্স, ডিজাইন এবং সম্ভাব্য দাম সম্পর্কে আলোচনা করা হল।

Hero Karizma XMR 210 স্পেসিফিকেশন

2023 Hero Karizma একটি ২১০ সিসি ইঞ্জিন নিয়ে আসবে। এতে মিলবে ৬-গতির গিয়ারবক্স। ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২৫ বিএইচপি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে থাকছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। উপরন্তু ডুয়েল চ্যানেল এবিএস-এর সুবিধা মিলবে।

Hero Karizma XMR 210 ফিচার্স ও ডিজাইন

নতুন Karizma XMR 210-এ থাকতে পারে স্মার্টফোন কানেক্টিভিটি সহ একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি ইন্ডিকেটর। হেডলাইটের দিকে সম্প্রসারিত আগ্রাসী ফেয়ারিং থাকবে। চেহারা যদিও আগের মতো থাকবে না। উচু হ্যান্ডেলবার, ব্ল্যাক আউট অ্যালয় হুইল, এলইডি হেডল্যাম্প ও টেলল্যাম্প এবং আপসোয়েপ্ট এগজস্টের দেখা মিলবে বাইকটিতে।

Hero Karizma XMR 210 সম্ভাব্য দাম

Hero Karizma XMR 210 বাইকটি হিরো মোটোকর্পের সবচেয়ে দামি মডেল হিসেবে আসবে। এর মূল্য ১.৫০ লক্ষ থেকে ১.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। এটি হিরোর প্রিমিয়াম ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে। সেখান থেকে Harley-Davidson X440 বাইকটিও বেচবে হিরো। বাজারে Karizma XMR 210 লঞ্চের পর Yamaha R15 V4, KTM RC 200 এবং Bajaj Pulsar RS200-এর সাথে টক্কর চালাবে।

Show Full Article
Next Story