Hero Mavrick: হিরোর নতুন বাইক এই মাসে লঞ্চ হচ্ছে, 440cc ইঞ্জিনের সঙ্গে ধাসু ফিচার্স!

দেশের সবচেয়ে বড় টু-হুইলার নির্মাতা Hero MotoCorp গত বছর আমেরিকার আইকনিক বাইক ব্র্যান্ড, Harley Davidson এর সাথে হাত...
techgup 12 Jan 2024 12:16 PM IST

দেশের সবচেয়ে বড় টু-হুইলার নির্মাতা Hero MotoCorp গত বছর আমেরিকার আইকনিক বাইক ব্র্যান্ড, Harley Davidson এর সাথে হাত মিলিয়ে নিয়ে এসেছিল X440 নামে এক প্রিমিয়াম বাইক। হিরো তৈরি করলেও, হার্লের লোগোর সঙ্গে হাজির হয়েছিল সেটি। নতুন বছরে এবার হিরো নিজস্ব ব্র্যান্ড নেম ব্যবহার করে তাদের সবচেয়ে শক্তিশালী তথা প্রিমিয়াম বাইক লঞ্চ করতে চলেছে। যার নাম Mavrick। এটি Harley Davidson X440-এর প্ল্যাটফর্মেই তৈরি হবে। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন অর্থাৎ আগামী ২৩শে জানুয়ারি বাইকটির লঞ্চের দিনক্ষণ হিসাবে স্থির হয়েছে।

বাইকের দুনিয়ায় প্রবাদপ্রতিম সংস্থা হার্লে ডেভিডসন গত বছরেই হিরোর সাথে যৌথভাবে নিয়ে এসেছে তাদের সবচেয়ে সস্তা মডেল X440। হিরোর নতুন বাইকে একই ধরনের কাঠামো এবং ট্রেলিস ফ্রেম ব্যবহৃত হতে চলেছে। থাকবে পরিচিত ৪৪০ সিসির অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিন। যদিও X440 এর তুলনায় Mavrick একাধিক পরিবর্তন এবং ফিচার্সের সঙ্গে আসবে।

https://twitter.com/HeroMotoCorp/status/1744720120310882582?t=-bWvT8sZ8pswt-UhNZ6GXA&s=19

Hero Mavrick 440: সম্ভাব্য পরিবর্তন

Harley X440-এর সামনের দিকে যেখানে সাসপেনশন হিসাবে ইউএসডি ফর্ক ব্যবহার করা হয়েছে সেখানে হিরো এই নতুন বাইকে চিরাচরিত টেলিস্কোপিক ফর্ক থাকার সম্ভাবনা প্রবল। যদিও হার্লের তুলনায় হিরো ম্যাভরিক অনেক বেশি স্টাইলিশ হবে। সামনে ইংরেজি হরফে H আকৃতির এলইডি ডিআরএল যুক্ত হেডল্যাম্প দেওয়া হবে। বাইকটির সামনে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহৃত হয়েছে যেখানে X440-এর সামনে রয়েছে ১৯ ইঞ্চির অ্যালয় হুইল। একটি বিষয় মাথায় রাখতে হবে যে Harley X440 রোডস্টার বাইক হলেও Hero Mavrick 440 কিন্তু স্ট্রিটফাইটার সেগমেন্টে আসবে।

এছাড়াও এই নতুন বাইকে আলাদা ডিজাইনের ফুয়েল ট্যাংক এবং দুই পাশে বর্ধিত অংশ চোখে পড়বে। পরিবর্তন হয়েছে বাইকের পিছনের দিকের অংশও। সব মিলিয়ে সৌন্দর্য X440-কেও পিছনে ফেলে দিতে পারে। অন্যদিকে Hero Mavrick 440-তে অত্যাধুনিক বিভিন্ন ফিচার্সের মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি দেখতে পাওয়া যাবে। যার মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে কানেক্ট করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রাইডার মোবাইলে স্ক্রিনেই দেখতে পাবেন।

Hero Mavrick 440: স্পেসিফিকেশন

Harley X440 বাইকের ৪৪০ সিসির ইঞ্জিন হিরো নতুন বাইকটিতেও থাকার সম্ভাবনা রয়েছে। ওই ইঞ্জিন থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ২৭ বিএইচপি এবং ৩৮ এনএম। সাথে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স। একই ইঞ্জিন ব্যবহৃত হলেও Hero Mavrick 440-তে তা অন্যভাবেই টিউন করা হবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story