Hero-র নতুন বাইকের জন্য টাকা গোছাচ্ছেন? অন-রাইড প্রাইস না জানলে কিন্তু ঝামেলা

Hero MotoCorp-এর সবচেয়ে প্রিমিয়াম বাইক হিসাবে লঞ্চ হয়েছে Mavrick 440। এটি গত বছর বাজারে পা রাখা Harley X440 রোডস্টারের...
SUMAN 16 Feb 2024 1:47 PM IST

Hero MotoCorp-এর সবচেয়ে প্রিমিয়াম বাইক হিসাবে লঞ্চ হয়েছে Mavrick 440। এটি গত বছর বাজারে পা রাখা Harley X440 রোডস্টারের প্ল্যাটফর্মের উপরেই নির্ভর করে তৈরি হয়েছে। ফলে এতে রয়েছে একই ইঞ্জিন ও ফ্রেম। তবে প্রচুর পরিবর্তন হওয়ার দরুন এটি হার্লে ডেভিডসনের বাইকটির থেকে নিজেকে স্বতন্ত্র করতে পেরেছে। হিরো ম্যাভরিকের ভ্যারিয়েন্ট তিনটি - বেস, মিড এবং টপ। আমরা জানি, অঞ্চলভেদে বিভিন্ন কর কম-বেশি হওয়ার কারণে ডিলারভিত্তিক যে কোনো দুই চাকা গাড়ির দাম হয় ভিন্ন। তাই পাঠকদের সুবিধার্থে দেশের দশটি বড় শহরে Hero Mavrick 440-এর আসল দাম বা অন-রোড প্রাইস তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

শহরবেস ভ্যারিয়েন্টমিড ভ্যারিয়েন্টটপ ভ্যারিয়েন্ট
মুম্বাই2,44,439 টাকা2,61,555 টাকা2,72,965 টাকা
বেঙ্গালুরু2,60,984 টাকা2,79,297 টাকা2,91,505 টাকা
দিল্লি2,36,479 টাকা2,52,995 টাকা2,64,005 টাকা
পুনে2,44,439 টাকা2,61,555 টাকা2,72,965 টাকা
নভি মুম্বাই2,44,361 টাকা2,61,471 টাকা2,72,877 টাকা
হায়দ্রাবাদ2,44,439 টাকা2,61,555 টাকা2,72,965 টাকা
আমেদাবাদ2,32,499 টাকা2,48,715 টাকা2,59,525 টাকা
চেন্নাই2,40,459 টাকা2,57,275 টাকা2,68,485 টাকা
কলকাতা2,40,459 টাকা2,57,275 টাকা2,68,485 টাকা
চন্ডিগড়2,40,381 টাকা2,57,191 টাকা2,68,397 টাকা

উপরের এই তালিকা থেকে স্পষ্ট যে বেঙ্গালুরুতে সবচেয়ে দামি Hero Mavrick 440। অন্যদিকে আমেদাবাদে বাইকটির মূল্য সবচেয়ে কম। দামের দিক থেকে বরাবরই নতুন কোন চমক দেখিয়ে থাকে হিরো। Mavrick 440-এর সাথে একই দাড়িপাল্লায় এদেশের বাজারে রয়েছে আরও বেশ কিছু বাইক। যেগুলির মধ্যে Triumph Speed 400 কিনতে খরচ হবে অতিরিক্ত 33,000 টাকা। অন্যদিকে Harley-Davidson X440 এর সাথে হিরোর এই বাইকটির দামের পার্থক্য প্রায় 40,000 টাকা।

Mavrick 440-এর পারফরমেন্স যথেষ্ট প্রশংসার দাবি রাখে। একে চালিকাশক্তি সরবরাহ করে 440 সিসির এয়ার অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 27 বিএইচপি এবং 36 এমএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ।

Show Full Article
Next Story