Hero MotoCorp এর বিরাট প্ল্যান, সস্তায় নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে বাজারে আধিপত্য কায়েমের লক্ষ্য
ভারতের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মোটোকর্প (Hero MotoCorp) দেশের ইলেকট্রিক স্কুটার মার্কেটে আধিপত্য কায়েমের...ভারতের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মোটোকর্প (Hero MotoCorp) দেশের ইলেকট্রিক স্কুটার মার্কেটে আধিপত্য কায়েমের লক্ষ্যে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। লক্ষ্যপূরণে আগামী ১৮-২০ মাসের মধ্যে একাধিক নতুন মডেল লঞ্চের প্ল্যান করছে তারা। জানা গিয়েছে, বিভিন্ন সেগমেন্টে একঝাঁক নতুন বৈদ্যুতিক দু'চাকা গাড়ি আনতে চলেছে হিরো।
হিরো মোটোকর্প-এর এমার্জিং মোবিলিটি বিজনেস ইউনিটের প্রধান স্বদেশ শ্রীবাস্তব বলেছেন, "হিরো আরও সস্তা এবং মেইন স্ট্রিম পণ্য ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে আনার লক্ষ্য স্থির করেছে"। সংস্থাটি সমগ্র দেশে ইতিমধ্যেই তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Vida V1-এর ডেলিভারি দেওয়া শুরু করেছে। সংস্থার দাবি এখনও পর্যন্ত তারা ২৫০-র বেশি ই-স্কুটার গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে।
হিরো জানিয়েছে, বর্তমানে ভারতে ভিডা ব্র্যান্ডের সম্প্রসারণে জোর দিচ্ছে তারা। আগামী কয়েক মাসের মধ্যেই স্কুটারের ডেলিভারি চালু করার চিন্তাভাবনা করছে সংস্থা। বর্তমানে ভিডা ভি১ কেবলমাত্র দিল্লি, বেঙ্গালুরু এবং জয়পুর থেকে কেনা যায়। হিরোর দাবি, বর্তমানে প্রচুর অর্ডার জমে রয়েছে। পেট্রল বাইক-স্কুটার বিক্রির মুনাফা ইলেকট্রিক ভেহিকেলের ব্যবসায় বিনিয়োগের কথাও জানিয়েছে তারা।
প্রসঙ্গত, এদেশের ইলেকট্রিক স্কুটারের আসরে নবাগত হিরো মোটোকর্প। গত বছর অক্টোবরে তারা Vida ব্র্যান্ডের আওতায় V1 Pro ও V1 Plus মডেল লঞ্চ করেছিল। যাদের রেঞ্জ যথাক্রমে ১৪৩ কিমি ও ১৬৫ কিমি। এবং দাম যথাক্রমে ১.৪৫ লক্ষ টাকা ও ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাজারে প্রতিপক্ষ হিসাবে রয়েছে Ola S1, Bajaj Chetak, TVS iQube ইত্যাদি।