জুনে 4.36 লাখ মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করল Hero, নতুন মডেলের লঞ্চে চাহিদা বাড়ার আশা
জুন মাসেও হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর দাদাগিরি অব্যাহত। গত মাসে ৪,৩৬,৯৯৩ ইউনিট বাইক ও স্কুটার বিক্রির মাধ্যমে দেশের...জুন মাসেও হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর দাদাগিরি অব্যাহত। গত মাসে ৪,৩৬,৯৯৩ ইউনিট বাইক ও স্কুটার বিক্রির মাধ্যমে দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থার তকমা ধরে রাখল তারা। তবে এক বছর আগে ওই সময়ে বেচাকেনার পরিমাণ ৪,৮৪,৮৬৭ ইউনিট থাকায় এবারের বিক্রিতে কিছুটা পতন নজরে পড়েছে। তবে এদেশে উৎসবের মরসুম শুরু হওয়ার আগে এবং বর্ষার আগমনে টু-হুইলারের বিক্রি বৃদ্ধি পাবে বলে আশায় বুক বেঁধেছে হিরো। ফলে আরও বেশি আর্থিক মুনাফা ঘরে তুলতে পারবে সংস্থাটি।
Hero MotoCorp জুনে টু-হুইলার বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল
গত মাসে হিরো মোটোকর্প মোট ৪,০৪,৪৭৪টি মোটরসাইকেল বেচতে পেরেছে। যেখানে এক বছর আগে বিক্রিবাটা হয়েছিল ৪,৬১,৪২১ ইউনিট। তবে স্কুটারের বিক্রি ২৩,৪৪৬ (জুন, ২০২২) থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২,৫১৯ ইউনিটে। তবে দেশের বাজারে টু-হুইলারের বিক্রি এক বছর আগে ৪,৬৩,২১০ থেকে গেল মাসে কমে হয়েছে ৪,২২,৭৫৭ ইউনিট। অন্যদিকে জুনে তারা ১৪,২৩৬ ইউনিট টু-হুইলার রপ্তানি করেছে। যেখানে এক বছর আগে সংখ্যাটি ছিল ২১,৬৫৭।
এ বছর হিরো মোটোকর্প একাধিক টু-হুইলার লঞ্চের জন্য মুখিয়ে রয়েছে। যার মধ্যে অন্যতম ছিল Harley X440। এছাড়া সংস্থার লিজেন্ডারি স্পোর্টস বাইক Karizma নতুন অবতারে প্রত্যাবর্তন করছে আগামী আগস্টে। পাশাপাশি চলতি বছর আরও কিছু মডেল আপডেট করতে পারে সংস্থাটি।
আবার প্রিমিয়াম সেগমেন্টে সম্প্রসারণের লক্ষ্য পূরণ করতে সম্প্রতি সংস্থাটি তাদের Xtreme 160R 4V-এর নতুন সংস্করণ লঞ্চ করেছে। একাধিক স্মার্ট ফিচার সহ এসেছে বাইকটি। যা তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Standard, Connected 2.0 এবং আপসাইড ডাউন ফর্ক সহ Pro। প্রসঙ্গত, গত মাসে হিরো আপডেটের সঙ্গে ১০০ সিসির নয়া মোটরসাইকেল রেঞ্জ লঞ্চ করেছে – HF Deluxe ও Passion+। প্রথমটি ক্যানভাস ব্ল্যাক এডিশনে হাজির হয়েছে। যেখানে নতুন Passion+ তরুণ প্রজন্মের মন মাতানো ডিজাইন এবং রাইডিং কমফোর্ট সহ বাজারে এসেছে।