Splendor যুগ পেরিয়ে নিজেকে প্রিমিয়াম ব্র্যান্ড হিসাবে তুলে ধরছে হিরো, Xtreme, Karizma-র জন্য এবার আলাদা শোরুম
হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র পথ অবলম্বন করার পরিকল্পনা করছে। দেশের বৃহত্তম গাড়ি...হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র পথ অবলম্বন করার পরিকল্পনা করছে। দেশের বৃহত্তম গাড়ি সংস্থাটি যেমন দুই ধরনের ডিলারশিপ চ্যানেলের (নেক্সা ও এরিনা) মাধ্যমে বিভিন্ন মডেল বিক্রি করে থাকে, তেমনই ভিরতের সবচেয়ে বড় টু-হুইলার কোম্পানিটিও একই পথের পথিক হতে চলেছে। তারাও নিজেদের প্রিমিয়াম মোটরসাইকেল বিক্রির জন্য আলাদা শোরুম খোলার চিন্তাভাবনা করছে।
Hero MotoCorp ভারতে আলাদা প্রিমিয়াম শোরুম খুলবে
সম্প্রতি নতুন Xtreme 160R 4V লঞ্চের সময় আলাদা করে নতুন শোরুম খোলার চিন্তাভাবনা প্রকাশ করেছিল হিরো। আগামী কয়েক মাসের মধ্যে ১০০টি আউটলেট উদ্বোধনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যার আওতাধীন প্রথম মডেল হিসেবে Xtreme 160R 4V বিক্রি করা হবে। আবার শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হতে পারে পরবর্তী প্রজন্মের Hero Karizma XMR 210। এটিও প্রিমিয়াম শোরুমের মাধ্যমেই ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
অনদ্যিকে, হার্লে ডেভিডসনের সাথে যৌথভাবে তৈরি Harley-Davidson X440 বাইকটিও একই প্রিমিয়াম আউটলেট থেকেই বিক্রি করার পরিকল্পনা করছে Splendor-এর নির্মাতা। এটি এদেশে হার্লে ডেভিডসনের সবচেয়ে সস্তার মডেল হিসেবে হাজির হবে। ফলে বাইকটি আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছে যাবে বলে আশাবাদী সংস্থাদ্বয়।
বর্তমানে হিরো মোটোকর্পের যে শোরুমগুলি রয়েছে সেখান থেকে Splendor ও Passion-এর মতো বাইকগুলি বেশি বিক্রি করা হয়। স্বভাবতই সেখানে প্রিমিয়ামের ছোঁয়া মেলে না। তবে নতুন আউটলেটগুলির ডিজাইন চমকদার হবে। এখানে প্রশিক্ষিত কর্মীদের কাজে বহাল করা হবে। ফলে প্রিমিয়াম মোটরসাইকেলের ব্যবসায় ব্র্যান্ডের স্থান উন্নত হবে বলেই মনে করছে হিরো।