TVS Ntorq এর দর্প চূর্ণ করতে নতুন 125cc স্কুটার আনছে Hero MotoCorp, পুজোয় লঞ্চ হতে পারে
Hero MotoCorp দেশের সবচেয়ে বড় দু'চাকা গাড়ি নির্মাতা৷ মোটরসাইকেল বিক্রির নিরিখে বরাবরই শীর্ষস্থানে থাকলেও স্কুটারের...Hero MotoCorp দেশের সবচেয়ে বড় দু'চাকা গাড়ি নির্মাতা৷ মোটরসাইকেল বিক্রির নিরিখে বরাবরই শীর্ষস্থানে থাকলেও স্কুটারের দুনিয়ায় তেমন প্রভাব ফেলতে পারেনি এই দেশীয় সংস্থা। তাদের Pleasure Plus, Maestro, ও Destini মডেলের স্কুটার মূলত মধ্যবয়স্কদের পছন্দের৷ যুবসমাজকে তা তেমনভাবে আকৃষ্ট করে না। অথচ TVS Ntorq, Suzuki Avenis, বা Yamaha Ray ZR-এর মতো আক্রমনাত্মক ও স্টাইলিশ ডিজাইনের স্কুটারগুলির অনূর্ধ্ব ৩০ গ্রাহকের সংখ্যা অনেক বেশি।
তবে এই দুর্দিন এবার ঘুচতে চলেছে। কারণ হিরো মোটোকর্প এর একট নামহীন ১২৫ সিসি স্কুটারকে সম্প্রতি রাস্তায় দেখা গেছে। প্রি-প্রোডাকশন মডেল হওয়ায় কারণে সাদা-কালো রঙের আস্তরণে ঢাকা থাকলেও, স্কুটারটির নকশা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। এতে এনটর্ক এবং অ্যাভেনিসের দেখাদেখি স্লিম এবং শার্প ডিজাইন লক্ষ্য করা যায়। দুপাশে ফক্স এয়ার ভেন্ট এবং সামনে মাসকুলার ফেশিয়ার উপর এলইডি হেডলাইট বসানো। আসন্ন স্কুটারটির হাত ধরেই হিরো জনপ্রিয় প্রিমিয়াম স্পোর্টি স্কুটার সেগমেন্টে প্রবেশ করছে বলেই ধরে নেওয়া যায়।
নতুন স্কুটারটিতে লম্বা সিট রয়েছে। পিছনে দেওয়া হয়েছে 'X' আকৃতির টেল লাইট। গায়ে সাদা-কালো আস্তরনের নিচ থেকে লাইট ব্লুয়ের সঙ্গে গ্রে কালারের বডি প্যানেলের ঝলক দেখা যাচ্ছে। এগজস্ট পাইপের নকশাও বেশ স্টাইলিশ। পারফরম্যান্সের কথা বললে, এটি ১২৪.৬ সিসি ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে বলে মনে করা হচ্ছে। যার পাওয়ার ও টর্ক হবে যথাক্রমে ৯.১ পিএস পাওয়ার এবং ১০.৪ এনএম। উল্লেখ্য, এক একই ইঞ্জিন সংস্থার অপর দুই স্কুটার Destini ও Maestro Edge -এ ব্যবহার হয়েছে।
অনুমান, সুজুকির মতো হিরো তাদের নয়া স্কুটারের ইঞ্জিনের পাওয়ার পরিবর্তন করার পথে হাঁটবে না। সুজুকি তাদের Access, Burgman ও Avenis মডেলে ১২৫ সিসির একই ইঞ্জিন দিয়েছে। যা নিয়ে অভিযোগ খুবই নগণ্য। সাসপেনশনের জন্য অন্যান্য স্কুটারের মতো এর সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে মনোশক অ্যাবজর্ভার থাকবে। শুধু সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকতে দেখা যাবে।
উল্লেখ্য, রাস্তায় নামা মডেলটিতে যে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পাওয়া যাচ্ছে, তা হিরোর Xtec ভ্যারিয়েন্টের টু-হুইলারে উপস্থিত। ফলে এটি ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করবে। ডিজিটাল কনসোলের সাথে স্মার্টফোন সংযুক্ত করে নানা তথ্য দেখা যাবে। উৎসবের মরসুমে নতুন দু'চাকা কেনার যে ধুম পড়ে, সে কথা মাথায় রেখে অক্টোবর বা নভেম্বরে হিরো তাদের নতুন স্কুটারটি লঞ্চ করতে পারে। দাম ৯০,০০০ টাকার আশেপাশে থাকার সম্ভাবনা।