প্রতি বছর দুর্গাপুজোর আগে বিশেষ অফার নিয়ে আসে Hero MotoCorp, আর চলতি বছরেও তার অন্যথা হল না। নবরাত্রি প্রি-বুকিং অফারের ঘোষণা করেছে দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থাটি। যেখানে অল্প টাকায় বুকিং ও এক্স-শোরুম দামে নগদ ছাড় সহ একাধিক বেনিফিট পাওয়া যাচ্ছে।
Hero Glamour, Xoom Combat Edition, এবং Splendor Xtec+ — এই তিনটি মডেলের মধ্যে যে কোনও একটি ১,১০০ টাকায় বুক করা যাবে। সঙ্গে এক্স-শোরুম প্রাইসের উপর অতিরিক্ত ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, ৫,০০০ টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন ক্রেতারা।
এখানেই কিন্তু শেষ নয়৷ হাতে বেশি টাকা নেই, কিন্তু স্কুটার বা মোটরসাইকেল কেনার ইচ্ছা, এমন ক্রেতারা ১,৯৯৯ টাকা ডাউন পেমেন্ট করে মাসিক কিস্তির বিকল্পে পছন্দের হিরো মডেল বাড়ি নিয়ে যেতে পারবেন। শুনলে অবাক হবেন, জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অফার করছে হিরো মটোকর্প। তবে এই সুবিধা সবার জন্য নয় বলেই আমাদের অনুমান।
জানিয়ে রাখি, Hero Glamour-এর দাম বর্তমানে ৮২,৫৯৮ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। ১,০০০ টাকা ডিসকাউন্ট ধরে মোটরসাইকেলটি ৮১,৫৯৮ টাকায় কেনা যাবে। Hero Xoom Combat এডিশন বিক্রি হচ্ছে ৮০,৯৬৭ টাকায়। তবে অফার উপলক্ষে পাওয়া যাবে ৭৯,৯৬৭ টাকায় (এক্স-শোরুম)। সবশেষে ডিস্ক ব্রেক সহ Splendor+ Xtec এখন ছাড় অর্ন্তভুক্ত করে দাম হচ্ছে ৮২,৪৬১ টাকা (এক্স-শোরুম)।