পুরনো দু'চাকার সাথে Hero MotoCorp এর নতুন বাইক-স্কুটার এক্সচেঞ্জের সুবর্ণ সুযোগ, পাবেন ভাল দাম

‘হুইলস অফ ট্রাস্ট’ নামে এক নতুন উদ্যোগের ঘোষণা করল ভারতের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মোটোকর্প (Hero MotoCorp)।...
SUMAN 9 Aug 2022 10:41 AM IST

‘হুইলস অফ ট্রাস্ট’ নামে এক নতুন উদ্যোগের ঘোষণা করল ভারতের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মোটোকর্প (Hero MotoCorp)। বিষয়টি কী শুনবেন? এটি হল টু-হুইলার এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। পুরনো বাইক বা স্কুটার বদলে বাড়ি আনা যাবে একটি নতুন ঝাঁ চকচকে মডেল। পুজোর আগে পছন্দের নতুন বাহন কেনার এটাই মোক্ষম সুযোগ। দীর্ঘদিন একই মডেলের টু-হুইলার চালানোর পর একটি নতুন বাইক বা স্কুটার চালাতে কার না মন চায়! কিন্তু পুরনো মডেলটির সঠিক দাম না পাওয়ার আশঙ্কায় অনেকেই সেটি বিক্রি করতে চান না। তবে আপনার যদি হিরো মোটরসাইকেল অথবা স্কুটার থেকে থাকে, তবে দেরি না করে এই সুযোগে চটপট পাল্টে নিন।

সংস্থা সূত্রে জানানো হয়েছে, টু-হুইলার এক্সচেঞ্জের জন্য একটি আলাদা ওয়েবসাইট খোলা হয়েছে। অনলাইনেই টু-হুইলার এক্সচেঞ্জ প্রক্রিয়ার বেশিরভাগ সম্পন্ন করা যাবে। গ্রাহকরা যাতে নির্ঝঞ্ঝাটে তাদের পথ চলার সঙ্গীটি বদলাতে পারেন, তার জন্য অনলাইনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ‘হুইলস অফ ট্রাস্ট’-এর প্রসঙ্গে বিস্তারিত জানতে নিকটবর্তী হিরোর শোরুমে যোগাযোগ করতে পারেন।

হুইলস অফ ট্রাস্ট – এক্সচেঞ্জ প্রক্রিয়া

নতুন প্রোগ্রামের আওতায় যেকোনো গ্রাহক তাদের পুরনো মডেলের টু-হুইলার এক্সচেঞ্জ করাতে পারবেন। এজন্য প্রথমে হিরোর হুইলস অফ ট্রাস্টের ওয়েবসাইটে যেতে হবে। শুধুমাত্র টু-হুইলার এক্সচেঞ্জের জন্য তৈরি ওয়েবসাইটটি স্মার্টফোন থেকেও খোলা যাবে। সেখানে আপনার পুরনো মডেলটির কিছু তথ্য দিতে হবে। প্রক্রিয়াটি শুরু করার আগে কী তথ্য চাওয়া হচ্ছে, তা জানা যাবে। সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করার পর গ্রাহকের নিজের সম্পর্কে তথ্য দিতে হবে।

তথ্য দেওয়ার কাজ সম্পূর্ণ হলে হিরোর তরফে একজন বিশেষজ্ঞ গ্রাহকের বাড়িতে পাঠানো হবে। প্রক্রিয়াটি সংস্থার 900 চ্যানেলড পার্টনারসের সহায়তায় সম্পন্ন করা হবে। নিযুক্ত বিশেষজ্ঞ সার্টিফিকেট, স্পট ব্রিডিং এবং এক্সচেঞ্জের বিষয়ে গ্রাহকদের অবগত করবেন। সংস্থাটি জানিয়েছে গ্রাহকদের পুরনো টু-হুইলারটির সর্বাধিক দাম দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়া দ্রুত, নিরাপদ এবং ভরসাযোগ্য বলে দাবি করা হয়েছে।

Show Full Article
Next Story