Hero Glamour এপ্রিলের পর ফের দামী হল, কত টাকা দাম বাড়ল আগের থেকে
চলতি মাস থেকেই মূল্যবৃদ্ধির পথে হাঁটা শুরু করেছে দেশের বৃহত্তম টু-হুইলার নির্মাতা Hero MotoCorp। উৎপাদন সহ আনুষাঙ্গিক...চলতি মাস থেকেই মূল্যবৃদ্ধির পথে হাঁটা শুরু করেছে দেশের বৃহত্তম টু-হুইলার নির্মাতা Hero MotoCorp। উৎপাদন সহ আনুষাঙ্গিক ব্যয় বৃদ্ধির কারণে অতিরিক্ত খরচ গ্রাহকদের উপরে চাপাতে বাধ্য হচ্ছে নির্মাতারা। ফলে বর্ধিত দামের কারণে চাপে দু'চাকা কেনার পরিকল্পনা করে থাকা আমজনতা।
হিরোর প্রিমিয়াম কমিউটার বাইক হল Glamour। বেশ কয়েক বছর ধরে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এই মোটরসাইকেল। মাঝে আপডেটের ফলে ডিজাইনে পরিবর্তন এসেছে। যুক্ত হয়েছে নানা ফিচার৷ আবার সেগমেন্ট ফার্স্ট নানা বৈশিষ্ট্যের সাথে Hero Glamour Xtec মডেলও লঞ্চ হয়েছে। তবে দুঃখের বিষয় গত এপ্রিলের পরে এই জুন মাসে আবারো দাম বৃদ্ধির খাতায় নাম লেখাল এই মোটরসাইকেল।
Hero Glamour-এর বেস ভার্সন ১,২০০ টাকা এবং আধুনিক বৈশিষ্ট্য যুক্ত Xtec ভার্সনে আরও ১,৩০০ টাকা দামী হয়েছে। Glamour (ড্রাম) Glamour (ডিস্ক) সংস্করণের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৭৯,৬৭০ টাকা ও ৮৩,৬৭০ টাকা। অন্য দিকে, Xtech ভ্যারিয়েন্টের ড্রাম ও ডিস্ক ব্রেক ভার্সনের জন্য এখন থেকে খরচ হবে যথাক্রমে ৮৪,২২০ টাকা ও ৮৮,৮২০ টাকা (এক্স-শোরুম)।
প্রসঙ্গত, দাম বাড়লেও হিরো গ্ল্যামার মডেলের স্পেসিফিকেশন ও ফিচারগুলি সম্পূর্ণরূপে অপরিবর্তিত এতে ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন আছে। যা ৭,৫০০ আরপিএম গতিতে ১০.৭ বিএইচপি ক্ষমতা ও ৬,০০০ আরপিএমে ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করে। গিয়ার পাঁচটি ১৮ ইঞ্চির অ্যালয় হুইল যুক্ত এই বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ডুয়েল স্প্রিং সাসপেনশন দেওয়া হয়েছে। আধুনিক ফিচারগুলির মধ্যে রয়েছে আইডল স্টার্ট-স্টপ সিস্টেম, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ও অটোসেল টেকনোলজি। আবার এক্সটেক ভার্সনে ব্লুটুথ কানেকশন, এলইডি লাইটিং, ও টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম আছে।