Splendor-এর মতোই জিতে নেবে দেশবাসীর মন, সস্তায় ই-স্কুটার লঞ্চের টার্গেট নিল Hero MotoCorp

এই দুর্মূল্যের বাজারেও Hero Splendor-এর মতো ব্যাপক সস্তা ও ভরসাযোগ্য বাইক ক্রেতাদের পকেটে টান পড়া থেকে বাঁচিয়ে চলেছে।...
SUMAN 24 Jan 2024 2:05 PM IST

এই দুর্মূল্যের বাজারেও Hero Splendor-এর মতো ব্যাপক সস্তা ও ভরসাযোগ্য বাইক ক্রেতাদের পকেটে টান পড়া থেকে বাঁচিয়ে চলেছে। তাই আজও এটি দেশের সর্বাধিক বিক্রিত টু হুইলার। বৈদ্যুতিক স্কুটারের জগতেও হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের Vida V1 Pro হাজির করেছে। এবার ক্রেতাদের হাতে আরও বিকল্প তুলে দিতে সামনে আরও বেশি সংখ্যায় ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে তারা। হিরো আগামী এক বছরের মধ্যে তিনটি নতুন বৈদ্যুতিক স্কুটি লঞ্চের পরিকল্পনা করছে।

Hero MotoCorp আনছে তিনটি নতুন ইলেকট্রিক স্কুটার

হিরো ওয়ার্ল্ড ২০২৪ ইভেন্টে সংস্থার সিইও নিরঞ্জন গুপ্তা তাঁদের এই পরিকল্পনার কথা সামনে এনেছেন। বিদ্যুৎ চালিত টু হুইলারের জগতেও দাপট বাড়ানোর লক্ষ্যে এই প্ল্যান বলে উল্লেখ করেছেন তিনি। মাঝারি মূল্য ও দামি – দুই সেগমেন্টেই ইলেকট্রিক স্কুটার লঞ্চের লক্ষ্যের কথা জানানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ভিডা সাব-ব্র্যান্ডের আওতাতেই এগুলি আনা হবে।

B2B বা বিজনেস টু বিজনেস সেগমেন্টকে টার্গেট করছে হিরো। অর্থাৎ ডেলিভারি ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন ইলেকট্রিক টু হুইলার আনা হবে। কারণ ই-কমার্সের যুগে হোম ডেলিভারির জন্য এই জাতীয় বাহনের চাহিদা বাড়ছে। আবার ক্যালিফোর্নিয়ার Zero Motorcycles-এর সাথে যৌথ উদ্যোগে ভবিষ্যতে ইলেকট্রিক বাইক লঞ্চের কথাও এ দিন উল্লেখ করেছেন গুপ্তা। তবে তিনি জানান, প্রথম মডেল বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে।

এদিকে ভারতের পারফরম্যান্স সেগমেন্ট অর্থাৎ প্রিমিয়াম মোটরসাইকেলের বাড়বাড়ন্ত চাহিদা প্রত্যক্ষ করে প্রতি মাসে উৎপাদন বাড়িয়ে ১০,০০০ ইউনিট করার কাজ আরম্ভ করেছে হিরো। উল্লেখ্য, গতকাল একজোড়া নতুন মোটরসাইকেল লঞ্চ করেছে সংস্থা – Mavrick 440 Xtreme 125 R। আবার ইলেকট্রিক স্কুটার সহজলভ্য করতে Vida V1 Pro মডেলে ডিসকাউন্ট দিচ্ছে হিরো। আগামী বছরের মধ্যে দেশের ১০০টি শহরে ইভি শোরুম খোলার পরিকল্পনা করছে সংস্থা।

Show Full Article
Next Story