চিরপ্রতিদ্বন্দ্বী Honda-কে ফের টেক্কা, পুজোর আগে Hero-র মোটরসাইকেল কিনতে ভিড়

সেপ্টেম্বর শুরু হতেই অটোমোবাইল সংস্থাগুলি একে একে নিজেদের গত মাসের বেচাকেনার পরিসংখ্যান প্রকাশ করছে। এবারে ভারতের...
SUMAN 5 Sept 2023 12:34 PM IST

সেপ্টেম্বর শুরু হতেই অটোমোবাইল সংস্থাগুলি একে একে নিজেদের গত মাসের বেচাকেনার পরিসংখ্যান প্রকাশ করছে। এবারে ভারতের টু-হুইলারের বৃহত্তম নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) নিজেদের বিক্রির হালহকিকত সামনে নিয়ে এলো। যেখানে উল্লেখ রয়েছে, আগস্ট তারা মোট ৪,৮৮,৭১৭টি দু'চাকা গাড়ি বেখেছে। তুলনাস্বরূপ আগের বছর ওই মাসে বিক্রিবাটার পরিমাণ ছিল ৪,৬২,৬০৮ ইউনিট।

আগস্টে Hero MotoCorp-এর বিক্রি বাড়ল

গত মাসে হিরো মোটোকর্প দেশের বাজারে মোট ৪,৭২,৯৪৭ ইউনিট টু-হুইলার বেচেছে। এবং রপ্তানির পরিমাণ ছিল ১৫,৭৭০ ইউনিট। দু’ক্ষেত্রেই আধিক্য দেখা গেছে। আগস্ট ২০২২ এ ভারতের বাজারে বেচাকেনা ও বিদেশে রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৪,৫০,৭৪০ ইউনিট ও ১১,৮৬৮ ইউনিট।

আগস্টে সব মিলিয়ে হিরো মোট ৪,৫২,১৮৬ জন ক্রেতার হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিয়েছে। যেখানে স্কুটার বিক্রির পরিমাণ গিয়েছে ৩৬,৫৩১ ইউনিট। তুলনাস্বরূপ, আগের বছর ওই সময়ে সংস্থাটি মোট ৪,৩০,৭৯৯ ইউনিট বাইক ও ৩১,৮০৯ ইউনিট স্কুটি বিক্রি করতে পেরেছিল। ফলে এবারে উভয় ক্ষেত্রেই বিক্রিতে উত্থান দেখা গেছে।

আগস্টে মোটরসাইকেল ও স্কুটারের বেচাকেনা বাড়লেও গত বছরের আর্থিকবর্ষের তুলনায় এবারের বিক্রি শ্লথ গতিতে এগোচ্ছে। এ বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত হিরো মোট ২২,৩২,৬০১ ইউনিট টু-হুইলার বিক্রির কথা জানিয়েছে। উক্ত সময়কালে আগের বছর বিক্রির পরিমাণ ছিল ২২,৯৮,৩৮১ ইউনিট। তবে উৎসবের মরসুম শুরু হতে চলেছে। তাই বেচাকেনায় এই ঘাটতি দ্রুত পূরণ হওয়ার আশা রেখেছে হিরো।

Show Full Article
Next Story