এক মাসেই 5.33 লাখ বাইক ও স্কুটার বিক্রি, বাজারে সাড়া ফেলে দিল Hero MotoCorp
২০২৪-২৫ অর্থবর্ষের শুরুটা বেশ ভালোভাবেই উপভোগ করল ভারতের দু'চাকার গাড়ির বৃহত্তম নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp)।...২০২৪-২৫ অর্থবর্ষের শুরুটা বেশ ভালোভাবেই উপভোগ করল ভারতের দু'চাকার গাড়ির বৃহত্তম নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp)। প্রথম মাস অর্থাৎ এপ্রিলে মোট ৫,৩৩,৫৮৫টি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করতে পেরেছে সংস্থা। ২০২৩ সালের একই সময়ের তুলনায় হিরোর দু'চাকা গাড়ির চাহিদা বেড়েছে ৩৪.৭%। আবার এ বছর মার্চে হিরো বেচেছিল ৪,৯০,৪১৫টি টু-হুইলার। সেই তুলনায় এপ্রিলে বিক্রি ৯% বৃদ্ধি পেয়েছে।
এপ্রিলে 5.33 লাখ বাইক ও স্কুটার বিক্রি করল Hero
আগের মাসে ভারতের বাজারে ৪,৯৬,৫৪২ ইউনিট মোটরসাইকেল বেচতে পেরেছে হিরো। এক বছর আগে ওই সময়ে যার পরিমাণ ছিল ৩,৬৮,৮৩০ ইউনিট। আবার এপ্রিলে ৩৭,০৪৩ জন ভারতীয় হিরোর স্কুটি বাড়ি নিয়ে এসেছেন। তুলনাস্বরূপ গত বছর এপ্রিলে ২৭,২৭৭টি স্কুটির বিক্রি হয়েছিল। সব মিলিয়ে গত মাসে ভারতের বাজারে হিরোর বিক্রি হয়েছে ৫,১৩,২৯৬ ইউনিট টু হুইলার। সেখানে এক বছর আগে এই সংখ্যা ছিল ৩,৮৬,১৮৪টি।
আবার ২০২৩ এর এপ্রিলে যেখানে ৯,৯২৩ ইউনিট টু হুইলার রপ্তানি করেছিল সংস্থা, সেখানে গত মাসে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২০,২৮৯ ইউনিট। জানিয়ে রাখি, সম্প্রতি হিরো মোটোকর্পের চেয়ারম্যান ডঃ পবন মুঞ্জশের হাত ধরে সংস্থা তাদের ফ্ল্যাগশিপ বাইক Hero Mavrick 440 এর ডেলিভারি শুরু করেছেন।
Hero Premia ডিলারশিপ থেকে বর্তমানে এই একটি বাইক বিক্রি করছে সংস্থা। Hero Mavrick 440 তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে – বেস, মিড এবং টপ। এগুলির দাম যথাক্রমে ১.৯৯ লক্ষ, ২.১৪ লক্ষ ও ২.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। উল্লেখ্য, ম্যাভরিকের আগে Xtreme 125R লঞ্চ করেছে সংস্থা। এটি কমিউটার মডেল হলেও, ডিজাইন হায়ার সিসি মোটরসাইকেলের মতো। এমনকি দাম লাখ টাকার কমে শুরু হচ্ছে (এক্স-শোরুম)।