Hero MotoCorp October Sales

বাইক-স্কুটার কিনতে শোরুমে লম্বা লাইন! উৎসবের মরসুমে রেকর্ড বিক্রি হিরোর

Hero MotoCorp October Sales - সেপ্টেম্বরে ৬,৩৭,০৫০ ইউনিট বাইক এবং স্কুটি বিক্রি হয়েছিল হিরোর। কোম্পানির বেশিরভাগ বিক্রি এসেছে মোটরসাইকেল থেকে। ২০২৪-এর অক্টোবরে হিরোর ৬,৩৫,৭৮৭ ইউনিট মোটরবাইক বিক্রি হয়েছে।

Suman Patra 4 Nov 2024 12:22 PM IST

উৎসবের মরসুমে রেকর্ড বিক্রি দেখল ভারতের বৃহত্তম দুই চাকা গাড়ি নির্মাতা হিরো মটোকর্প। অক্টোবর মাসে সংস্থাটি বিপুল চাহিদা প্রত্যক্ষ করেছে। এক্সপোর্ট ধরে গত মাসে হিরো মোট ৬,৭৯,০৯১টি মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি করেছে বলে জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবরের তুলনায় সংস্থার বিক্রি ১৮% বৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ে ৫,৭৪,৯৩০ ইউনিট দুই চাকা বেচেছিল হিরো। এমনকি, চলতি বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চাহিদা ৭ শতাংশ বেড়েছে।

অক্টোবরে হিরো মটোকর্পের বিক্রি ১৮% বাড়ল

উল্লেখ্য, সেপ্টেম্বরে ৬,৩৭,০৫০ ইউনিট বাইক এবং স্কুটি বিক্রি হয়েছিল হিরোর। কোম্পানির বেশিরভাগ বিক্রি এসেছে মোটরসাইকেল থেকে। ২০২৪-এর অক্টোবরে হিরোর ৬,৩৫,৭৮৭ ইউনিট মোটরবাইক বিক্রি হয়েছে। ২০২৩ সালের অক্টোবরের থেকে যা ১,০৬,৪৪৬ ইউনিট বা ২০% বেশি। গত মাসে হিরো মটোকর্পের মোট বিক্রিতে মোটরসাইকেলের অবদান ৯৩.৬২%। সেপ্টেম্বরের তুলনায় বাইকের শেয়ার ৭% বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, অক্টোবরে হিরোর স্কুটার বিক্রিও বৃদ্ধি পেয়েছে। গত মাসে ৪৩,৩০৪ ইউনিট স্কুটার বিক্রি হয়েছে হিরোর। সেপ্টেম্বরে সংখ্যাটি ছিল ৩৯,৫২১। তবে গত বছর অক্টোবরের তুলনায় স্কুটারের চাহিদা ৫% হ্রাস পেয়েছে। গত মাসে মোট বিক্রির ৬,৭৯,০৯১ ইউনিটের মধ্যে দেশের বাজারে বিক্রির সংখ্যা হল ৬,৫৭,৪০৩। আর বাকি ২১,৬৮৮ ইউনিট ভারতের বাইরে রপ্তানি করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরের তুলনায় দেশের বাজারে বিক্রি ৭% বেড়েছে। যেখানে রপ্তানিতে ৪৩% উত্থান লক্ষ্য করা গিয়েছে।

একটা বিষয় জলের মতো স্পষ্ট, বাজারে হিরোর মাটি শক্ত করতে মোটরসাইকেল সর্বাধিক অবদান রাখছে। এই ধারা বজায় রাখতে ইতালির বিখ্যাত মিলান মোটরসাইকেল শো বা ইআইসিএমএ ২০২৪ ইভেন্টে সংস্থাটি একাধিক নতুন বাইকের প্রোটোটাইপ মডেল উন্মোচন করতে পারে। হিরো তাদের এক্সপালস ২১০, এক্সট্রিম ২৫০আর, কারিজমা এক্সএমআর ২৫০, ও ভিডা ব্র্যান্ডের অধীনে দুই ইলেকট্রিক মোটরসাইকেল জনসমক্ষে আনতে পারে। আবার, সংস্থা সেখানে একটি ইলেকট্রিক স্কুটারের উপর থেকে পর্দা সরাতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Show Full Article
Next Story