শিক্ষক দিবসে Hero MotoCorp-এর উপহার, বাইক ও স্কুটারের উপরে দারুণ ছাড়
শিক্ষকরা শুধুমাত্র পঠনপাঠনের ক্ষেত্রে নয়, জীবনে চলার পথেও আমাদের পাথেয়। তাই শিক্ষক দিবস উপলক্ষ্যে বিশেষ গুরুদক্ষিণা...শিক্ষকরা শুধুমাত্র পঠনপাঠনের ক্ষেত্রে নয়, জীবনে চলার পথেও আমাদের পাথেয়। তাই শিক্ষক দিবস উপলক্ষ্যে বিশেষ গুরুদক্ষিণা অফারের ঘোষণা করেছে দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp)। এই অফারের অধীনে মোটরসাইকেল ও স্কুটারের উপরে বিশেষ ছাড় পাবেন শিক্ষাদাতারা।
হিরোর গুরুদক্ষিণা অফারে মোটরসাইকেলের উপর ২ হাজার টাকা এবং স্কুটারের উপর ৪ হাজার টাকার ডিসকাউন্ট পাবেন শিক্ষক-শিক্ষিকারা। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অফারটির সুবিধা নেওয়া যাবে।
অফারটি নিতে ইচ্ছুক এমন শিক্ষক-শিক্ষিকাদের প্রথমে Hero MotoCorp এর ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে জেনারেট করতে হবে গুরুদক্ষিনা ভাউচার। শো-রুমে এই ভাউচার দেখালে মিলবে ছাড়।
হিরোর ওই অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম, মোবাইল নম্বর, রাজ্য, শহর, মডেল, এবং স্কুলের নাম দিয়ে ডকুমেন্ট আপলোড করতে হবে। স্কুল বা কলেজ আইডি অথবা প্রিন্সিপালের সার্টিফিকেট বা স্যালারি স্লিপ ডকুমেন্ট হিসেবে দিতে হবে। তবে মনে রাখবেন, ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে সেটির সাইজ ১ মেগাবাইটের বেশি হওয়া চলবে না। শুধুমাত্র জেপিজি, পিএনজি, জেপিইজি, এবং পিডিএফ ফাইল ফরম্যাটে পাঠানো ডকুমেন্ট গ্রহণযোগ্য।