পুজোতে নতুন বাইক-স্কুটার কিনবেন? স্পেশাল ডিসকাউন্ট সহ আকর্ষণীয় অফার দিচ্ছে এই 5 সংস্থা
উৎসবের সূর্য এখন মধ্য গগনে। দুর্গা পুজো শেষ হলেও একের পর এক পার্বণে মেতে উঠবে আপামর জনতা। আবার এই সময়ই যানবাহন কেনার...উৎসবের সূর্য এখন মধ্য গগনে। দুর্গা পুজো শেষ হলেও একের পর এক পার্বণে মেতে উঠবে আপামর জনতা। আবার এই সময়ই যানবাহন কেনার আদর্শ মুহূর্ত বলে বিবেচিত হয়। কারণ বিভিন্ন কোম্পানি উৎসবের মরসুমে আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়। যার মধ্যে থাকে আকর্ষণীয় ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, অ্যাক্সেসরিজ, ফাইন্যান্সিং ইত্যাদি। আপনিও যদি এই সময়ে একটি নতুন টু-হুইলার কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই প্রতিবেদনটি আপনার জন্য।
Hero MotoCorp
গ্র্যান্ড ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অফ ট্রাস্ট বা গিফ্ট (GIFT)-এর আওতায় হিরো মোটোকর্প ক্রেতাদের জন্য বিভিন্ন বেনিফিট হাজির করেছে। যার মধ্যে রয়েছে ৫,৫০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস এবং ৩,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। দেশীয় কোম্পানিটি এখন কিনে ২০২৪-এ টু হুইলারের লোন পরিশোধ করার সুযোগ দিচ্ছে। আগ্রহী ক্রেতারা ৬.৯৯% পর্যন্ত কম সুদের হারে বাইক ও স্কুটার কিনতে পারবেন।
Harley-Davidson India
বর্তমানে Harley-Davidson তাদের ভারতে বিক্রিত একাধিক মোটরসাইকেলে ব্যাপক ডিসকাউন্ট দিচ্ছে। যার মধ্যে আছে – Pan America 1250 Special, Sportster S ও Nightster বাইক। অফার কেবলমাত্র ২০২৩-এর মডেলগুলিতে বরাদ্দ থাকার কথা জানিয়েছে কোম্পানি। মডেল পিছু ৩.২৫ লাখ থেকে ৫.২৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ফলে তাদের মোটরসাইকেলের এক্স-শোরুম দাম অনেকটাই কমেছে।
Ampere Electric
ব্যাটারি চালিত টু-হুইলার নির্মাতা অ্যাম্পিয়ার ইলেকট্রিক সম্প্রতি তাদের ‘গো-ইলেকট্রিক’ ফেস্ট প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছে। এর আওতায় Magnus EX ও Primus ইলেকট্রিক স্কুটারে লোভনীয় ছাড় মিলছে। স্মার্ট ফোন থেকে কিউআর কোড স্ক্যান করে একটি স্পিন হুইল সামনে আসছে। যা ঘোরালেই নিশ্চিত পুরস্কার। এছাড়া Magnus EX ও Primus-এ তো যথাক্রমে ১০,০০০ এবং ১৪,০০০ টাকার ডিসকাউন্ট রয়েছেই। ৩১ অক্টোবর পর্যন্ত ছিল এই ছাড়। পরবর্তীতে স্কুটার দুটিতে যথাক্রমে ৬০০০ ও ১০,০০০ টাকার ছাড় মিলবে।
Bajaj Auto
বাজাজ অটো তাদের একমাত্র ইলেকট্রিক স্কুটার Chetak-এ দিচ্ছে আকর্ষণীয় ছাড়। তবে এটি কেবলমাত্র কর্ণাটক এবং তামিলনাড়ুর ক্রেতাদের জন্যই বরাদ্দ থাকার কথা জানিয়েছে কোম্পানি। এখন চেতক কিনলে ১.১৫ লাখ টাকায় বাড়ি নিয়ে আসা যাচ্ছে। স্টক থাকা পর্যন্ত এই অফার চালু থাকবে। ডিসকাউন্ট ছাড়া স্কুটারটির বাজারদর ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম)।
HOP Electric
HOP Electric ভারতের ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। তাদের ইলেকট্রিক স্কুটার এবং মোটরসাইকেল কিনলে অনেকটাই ছাড় মিলছে। তাদের ইলেকট্রিক স্কুটারের দাম ৬৯,০০০ টাকা থেকে শুরু। সাথে আছে সহজ ইএমআই কিস্তি। Hop OXO বৈদ্যুতিক মোটরসাইকেলটি এখন ৩,৪৯৯ টাকার মাসিক কিস্তিতে কেনা যাচ্ছে। এর সাথে আছে জিরো ডাউনপেমেন্ট। আবার ৫,১০০ টাকার বেনিফিট এবং সহজ ইএমআই স্কিম রয়েছে।