মধ্যবিত্তের মাথায় হাত! পয়লা জুলাই থেকে দেশে বাইক ও স্কুটারের দাম বাড়াচ্ছে Hero

ক্রেতাদের অস্বস্তি বাড়িয়ে সামনের মাস থেকেই তাদের প্রতিটি মোটরসাইকেল ও স্কুটারের দাম বৃদ্ধির কথা ঘোষণা করল হিরো...
SUMAN 24 Jun 2024 12:52 PM IST

ক্রেতাদের অস্বস্তি বাড়িয়ে সামনের মাস থেকেই তাদের প্রতিটি মোটরসাইকেল ও স্কুটারের দাম বৃদ্ধির কথা ঘোষণা করল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। আগামী ১ জুলাই থেকে সংস্থার ভারতে বিক্রিত সমস্ত দু'চাকা গাড়ি কেনার খরচ বাড়ছে। যার মধ্যে রয়েছে Splendor, Passion ও Glamour-এর মতো বিভিন্ন বেস্ট-সেলিং বাইক।

১ জুলাই থেকে বাইক ও স্কুটারের দাম বাড়াচ্ছে Hero

একটি অফিসিয়াল প্রেস বিবৃতি প্রকাশ করে সমস্ত মোটরসাইকেল ও স্কুটারের দাম বাড়ানোর কথা জানিয়েছে হিরো মোটোকর্প। সেখানে উল্লেখ রয়েছে, সর্বাধিক ১,৫০০ টাকা বাড়ানো হলেও মডেল পিছু মূল্যবৃদ্ধির পরিমাণ ভিন্ন হতে পারে। ইনপুট খরচ বেড়ে যাওয়াকেই এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসাবে দায়ী করেছে কোম্পানি।

পরিসংখ্যান বলছে, মে মাসে হিরো মোটোকর্প মোট ৪,৭৯,৪৫০টি টু হুইলার বিক্রি করতে পেরেছে। যেখানে এক বছর আগে সংখ্যাটি ছিল ৫,০৮,৩০৯ ইউনিট। ফলে গত মাসে বিক্রিতে ৭% পতন ঘটেছে। তবে গত মাসে সংস্থার ১৮,৬৭৩টি টু-হুইলার রপ্তানি হয়েছে। যা আগের বছর একই সময়ের তুলনায় ৭,৫৯৮ ইউনিট বেশি।

প্রসঙ্গত, হিরো মোটোকর্পের পোর্টফোলিওতে থাকা স্কুটারের তুলনায় মোটরসাইকেলের বিক্রি অধিক। সস্তা মডেলের মধ্যে Hero Splendor, Hero Passion ও Hero Glamour-এর চাহিদা সবচেয়ে বেশি। আবার প্রিমিয়াম মোটরসাইকেল হিসেবে Hero Xtreme ও Hero Xpulse জনপ্রিয়। Pleasure+ ও Destini-র মতো স্কুটার বিক্রি করে কোম্পানি।

Show Full Article
Next Story