শুনলে অবিশ্বাস্য লাগলেও সত্যি, জোট বেঁধে নতুন বাইক আনছে Hero ও Thumps Up

Hero MotoCorp ভারতে বিক্রিত তাদের সবথেকে পাওয়ারফুল মোটরসাইকেল, Mavrick 440-এর একটি স্পেশাল এডিশন মডেল লঞ্চের ঘোষণা...
techgup 25 Sept 2024 9:09 PM IST

Hero MotoCorp ভারতে বিক্রিত তাদের সবথেকে পাওয়ারফুল মোটরসাইকেল, Mavrick 440-এর একটি স্পেশাল এডিশন মডেল লঞ্চের ঘোষণা করেছে। এই সীমিত সংস্করণটিকে Mavrick 440 Thunderwheels নাম দিয়েছে কোম্পানি। এটি কোকাকোলার অধীনস্থ জনপ্রিয় ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা Thumps Up-এর সঙ্গে হাত মিলিয়ে আনা হচ্ছে ভারতে।

লক্ষ্য করার মতো বিষয় হল, অন্যান্য বাইকের মতো Hero Mavrick 440 Thunderwheels শোরুমে গেলেই যে পাবেন, তার নিশ্চয়তা নেই। কারণ এই লিমিটেড এডিশন বাইকের বিক্রি অন্য পদ্ধতিতে হবে। সাধারণ ক্রেতাদের কাছে উপলব্ধ হবে না। চলুন জেনে নিই, বাইকটি কারা কিনতে পারবেন।

থামস আপ একটি চার্জড প্রোমো প্যাক লঞ্চ করেছে। যার লেবেলের পিছনে ইউনিক কিউআর কোড দেওয়া আছে। এটি স্ক্যান করে মোবাইল ফোন নম্বরে আসা কোড দিয়ে কনটেস্টে অংশগ্রহণ করতে হবে। আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চালু থাকবে। এই বিষয়ে প্রচার করতে থামস আপ ক্রিকেটার যশপ্রীত বুমরা এবং ঋষভ পন্তের একটি বিজ্ঞাপণী ভিডিয়ো রিলিজ করেছে।

Mavrick 440 Thunderwheels ঠিক কেমন হবে তা অবশ্য জানা যায়নি। তবে এতে কালার স্কিম ও গ্রাফিক্সে নতুনত্ব থাকবে বলে মনে করা হচ্ছে। ফিচার্স বা মেকানিক্যাল দিক থেকে আপগ্রেড থাকার সম্ভাবনা কম। জানিয়ে রাখি, Mavrick 440 বর্তমানে হিরোর ফ্ল্যাগশিপ তথা সবচেয়ে দামি বাইক। ২৭ হর্সপাওয়ার ও ৩৬ এনএম টর্ক উৎপাদনকারী ৪৪০ সিসি ইঞ্জিন রয়েছে এতে।

Show Full Article
Next Story
Share it