নতুন প্রজন্মের মন জয়ে 1 লাখের মধ্যে জম্পেশ বাইক আনছে Hero, লঞ্চ এই মাসেই

স্টাইল ও ভালো পারফরম্যান্সের সহাবস্থান লক্ষ্য করা যায় বলে বর্তমানে ১২৫ সিসি মোটরসাইকেলের বিক্রি নজরে পড়ার মতো। বর্তমানে এই সেগমেন্টে সবচেয়ে সুন্দর দেখতে ও ফিচারসমৃদ্ধ…

স্টাইল ও ভালো পারফরম্যান্সের সহাবস্থান লক্ষ্য করা যায় বলে বর্তমানে ১২৫ সিসি মোটরসাইকেলের বিক্রি নজরে পড়ার মতো। বর্তমানে এই সেগমেন্টে সবচেয়ে সুন্দর দেখতে ও ফিচারসমৃদ্ধ মডেল হিসাবে পরিচিত TVS Raider 125। নতুন বছরের শুরুতেই বড় চমক হিসাবে রেডার-কে টেক্কা দিতে কোমর বাঁধছে দেশের বৃহত্তম টু হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp)। আগামী ২৩ জানুয়ারি একটি নতুন স্পোর্টি কমিউটার বাইক লঞ্চ করবে তারা। নজরকাড়া লুকস ও আপমার্কেট ফিচার্স সহযোগে এটি আসবে বলে শোনা যাচ্ছে।

ডিজাইন এলিমেন্ট এবং ফিচার্স

TVS Raider 125-এর জনপ্রিয়তায় ভাগ বসাতেই হিরো তাদের নতুন মডেলটি আনছে। অর্থাৎ নতুন প্রজন্মের ক্রেতাদের লক্ষ্য করেই বাজারে হাজির হবে বাইকটি। ক’মাস আগে আগাগোড়া ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় রাজস্থানে বাইকটির টেস্টিং চালাতে দেখা গিয়েছিল। এটির নামকরণ কী হবে, সেটা অবশ্য অজানা।

হিরোর আসন্ন মোটরসাইকেলে রয়েছে একটি বৃহৎ বডি প্যানেল, যে কারণে রোড প্রেজেন্স অনেক বেশি হবে। শার্প লাইন যুক্ত হেড ল্যাম্প ও ফুয়েল ট্যাঙ্ক ডিজাইনে নতুন মাত্রা যোগ করবে। পিছনের দিকে আগ্রাসী ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। স্পাই ছবিতে টেলিস্কোপিক ফর্ক, রিয়ার ড্রাম ব্রেক এবং এলইডি ল্যাম্প চোখে পড়েছিল। ।

ইঞ্জিন ও দাম

TVS Raider-এর প্রতিদ্বন্দ্বী মডেলটিতে নতুন ১২৫ সিসি ইঞ্জিন ব্যবহার করতে পারে হিরো। গ্ল্যামারের ইঞ্জিন আপগ্রেড করে সেটি আপকামিং মডেলটিতে জুড়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বলা বাহুল্য, গিয়ারবক্স ও পাওয়ার-টর্ক আউটপুট সম্পর্কিত কোন তথ্যই এখনও পর্যন্ত সামনে আসেনি। আশা করা হচ্ছে, ভারতে বাইকটির দাম এক লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি ধার্য করা হতে পারে।

Mavrick 440

বলে রাখি, ২৩ জানুয়ারি দিনটিতে হিরো মোটোকর্প তাদের সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাতে চলেছে। যার নাম – Mavrick 440। এটি Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে আসবে। রেট্রো ডিজাইনের বাইকটিতে থাকছে অল এলইডি লাইটিং, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ৪৪০ সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিন। দাম ২ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হবে বলেই অনুমান। ভারতে বাইকটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Honda CB300F, Jawa 42 ও Royal Enfield Bullet 350।